তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন এই বলিউড সুন্দরী, এবার প্রচারে নামলেন বিজেপির হয়েও

বাংলাহান্ট ডেস্কঃ একুশের ভোটের প্রার্থী তালিকা প্রকাশ পেতেই সব প্রার্থীরাই কোমর বেঁধে নেমে পড়েছেন নির্বাচনী প্রচারে (Election Campaign)। আর সেখানে থেকেই উঠে এসেছে একেরপর এক চাঞ্চল্যকর খবর। তবে একুশের নির্বাচনে একেবারে অভিনব একটি দৃশ্য সামনে এসেছে তৃণমূল-বিজেপি উভয়েরই নির্বাচনী প্রচারে। আর বঙ্গবাসীকে সেই দৃশ্যের সাক্ষী করালেন বলিউডের জনপ্রিয় বাঙালি অভিনেত্রী মহিমা চৌধুরী (Mahima Chowdhury)।

এই অভিনেত্রী একই সঙ্গে তৃণমূল (TMC) এবং বিজেপি (BJP) উভয় শিবিরের প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। যা নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে তুমুল বিতর্কের। মহিমা চৌধুরী গত ৫ এপ্রিল কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রের (Madan Mitra) হয়ে প্রচার করে গিয়েছেন। এবার সেই তাঁকেই এদিন বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তের (Sabyasachi Dutta) হয়ে ভোট প্রচার করতে দেখা গেল।

mahima madan

উলেখ্য, আগামী ১৭ এপ্রিল কামারহাটি এবং বিধাননগর উভয় কেন্দ্রেই ভোটগ্রহণ। কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রের হয়ে ইতিমধ্যেই প্রচার সেরেছেন মহিমা চৌধুরী। এবার বিধাননগর কেন্দ্রের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত, তথা তৃণমূল সরকারের মন্ত্রী প্রার্থী সুজিত বসুর প্রধান বিরোধীর হয়ে প্রচার করে মহিমা চমকে দিলেন রাজনৈতিক মহলকে।

mahima sabyasachi

বিজেপি প্রার্থী (BJP Candidate) সব্যসাচী দত্ত এনিয়ে জানান, তিনি যখন মেয়র ছিলেন তখনও মহিমা এসেছিলেন, এবারও এসে পাশে দাঁড়িয়েছেন। এবং এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, সব্যসাচী দত্ত একজন মেয়র হিসেবে ভালো কাজ করেছেন, তার হয়ে প্রচার জরুরি। এনিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে তুমুল সমালোচনার।


সম্পর্কিত খবর