বাংলাহান্ট ডেস্ক : ভারত পাকিস্তান সংঘর্ষের ইস্যুতে প্রথম থেকে সরব হতে দেখা গিয়েছে বলিউড ইন্ডাস্ট্রিকে। বিনোদুনিয়ার নীরব থাকার বদনাম ঘুচে গিয়েছে এবারে। পহেলগাঁও হামলার পরেই ক্ষোভে ফুঁসে উঠেছিলেন বলিউড তারকারা। পরবর্তীতে পাকিস্তানের বিরুদ্ধে সংঘর্ষের আবহেও কড়া অবস্থান বজায় রাখতে দেখা গিয়েছে অনেককেই। বিশেষ করে পহেলগাঁও কাণ্ডের পরেই পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করা হয়েছিল বলিউডে। আর এবার বয়কটের মুখে পড়ল তুরস্ক (Turkey)।
তুরস্ককে (Turkey) বয়কটের ডাক বলিউডে
ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে তুরস্কের (Turkey) অবস্থানের জেরে ক্ষুব্ধ দেশবাসী। ভারতীয়দের কাছে পর্যটনস্থল হিসেবে তুরস্কের জনপ্রিয়তা বরাবর থেকেছে প্রথম দিকে। বিশেষ করে ছবির শুটিংয়ের ক্ষেত্রে তুরস্ক থেকেছে পরিচালক প্রযোজকদের অন্যতম পছন্দের গন্তব্য। কিন্তু এবার তুরস্কের (Turkey) অবস্থানের পরিপ্রেক্ষিতে দেশটিকে বয়কটের ডাক দিয়েছেন ভারতীয়রা। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) এবং অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে তুরস্কে শুটিং বন্ধের ডাক দিয়েছেন।
কী বলা হল বিবৃতিতে: FWICE এর প্রধান উপদেষ্টা অশোক পন্ডিত এবং সভাপতি বি এন তিওয়ারি একটি যৌথ বিবৃতি দিয়েছেন। সেখানে জানানো হয়েছে, FWICE র বিশ্বাস দেশ এবং জাতি সবার আগে। তুরস্ক (Turkey) বারংবার পাকিস্তানের পক্ষ নিয়েছে এবং ভারতের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার বিরোধী অবস্থান গ্রহণ করায় ভারতীয় বিনোদন ইন্ডাস্ট্রির পক্ষে সেই দেশে বিনিয়োগ করা একেবারেই ন্যায়সঙ্গত নয়।
আরো পড়ুন : দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ, অনলাইনে পাকিস্তানের পতাকা বিক্রি করায় নোটিশ অ্যামাজন-ফ্লিপকার্টকে
অমান্যকারীদের বিরুদ্ধে পদক্ষেপ: সেই সঙ্গে আরো বলা হয়েছে, আন্তর্জাতিক মঞ্চে তুরস্ক এমন অনেক অবস্থানই নিয়েছে যা ভারতীয় স্বার্থের পরিপন্থী। ভারতীয় মাটির সঙ্গে গভীর ভাবে যুক্ত এক ইন্ডাস্ট্রি হিসেবে এর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলিউডের তরফে। যতক্ষণ না তুরস্ক (Turkey) কূটনৈতিক অবস্থান পর্যালোচনা করছে ততদিন বয়কট করা হবে তুরস্ককে।
আরো পড়ুন : ‘দাদাগিরি’ বন্ধ হবে আমেরিকার, ট্রাম্পকে উচিত জবাব দিতে পালটা শুল্কাঘাত ভারতের
কড়া অবস্থান নিয়েছে AICWA ও। তাদের স্পষ্ট বক্তব্য, তুরস্কে এখন থেকে আর কোনো ভারতীয় ছবির শুটিং করা হবে না। কোনো ভারতীয় ছবির নির্মাতা, প্রযোজক, বিনিয়োগকারী এখন থেকে সেখানে আর কোনো ছবি ডিজিটাল কনটেন্টের কাজ করতে পারবে না। পাশাপাশি তুরস্কের কোনও তারকা শিল্পীও ভারতে কাজ করতে পারবে না। আগের সমস্ত বিনোদনের চুক্তিগুলিও পর্যালোচনা করা হবে’। যারা এর অমান্যতা করবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।