বাংলা হান্ট ডেস্ক: চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে হয়ত বিক্রম ল্যান্ডার পা রাখতে পারেনি। কিন্তু তা বলে তো আর চন্দ্রযান–২ শেষ হয়ে যায়নি। শনিবার সকাল থেকেই ইসরোকে অভিনন্দনের বন্যায় ভাসিয়ে দিল সাধারণ দেশবাসী থেকে শুরু করে রাজনৈতিক, ক্রীড়া, বিনোদন এবং শিল্প মহল।
চন্দ্রযান ২-এর অভিযান সফল করতে কঠোর পরিশ্রম করেছেন, তবে শেষপর্যন্ত সম্ভব হয়নি। তবে কঠিন এই মুহূর্তে ইসরোর পাশেই দাঁড়িয়েছে বলিউড। শাহরুখ খান, সোনম কাপুর থেকে ববি দেওল সকলেই টুইট করেছেন।
ইসরোর পাশে দাঁড়িয়ে টুইট করেছেন অমিতাভ বচ্চন, লিখেছেন, গর্ব কখনও বিফল হয় না। ইসরো আমাদের গর্ব।
T 3281 –
Pride never did face defeat .. our pride , our victory ..
Proud of you ISRO
तू ना थके गा कभी ,
तू ना मुड़े गा कभी , तू ना थमे गा कभी
कर शपथ कर शपथ कर शपथ
अग्निपथ अग्निपथ अग्निपथ pic.twitter.com/oEs0C70LAP— Amitabh Bachchan (@SrBachchan) September 7, 2019
শাহরুখ লিখেছেন, ”কখনও কখনও আমরা যেটা চাই সেই গন্তব্যে পৌঁছতে পারি না। গুরুত্বপূর্ণ কথা হল আমরা আমরা চেষ্টা করি আর বিশ্বাস রাখি যে আমরা পারবো। তবে আমাদের বর্তমান পরিস্থিতিই আমাদের চূড়ান্ত পরিস্থিতি নয়। সঠিক সময় এলে ঠিক সফল হবো এটাই আমার বিশ্বাস। ইসরোর জন্য আমরা গর্বিত।”
Sometimes we don’t land or arrive at the destination we want to. The important thing is we took off and had the Hope and Belief we can. Our current situation is never and not our final destination. That always comes in time and belief! Proud of #ISRO
— Shah Rukh Khan (@iamsrk) September 7, 2019
অক্ষয় লিখেছেন, পরীক্ষা নিরীক্ষা ছাড়া বিজ্ঞান কখনও সফল হয় না। কখনও আমরা সফল হই, কখনও আমরা শিখি। ইয়রোর জন্য আমরা গর্বিত, ইসরোকে স্যালুট জানাই, খুব শীঘ্রই আমার চন্দ্রযান থ্রি নিয়ে আবারও উড়বো।
There’s no science without experiment…sometimes we succeed, sometimes we learn. Salute to the brilliant minds of @isro, we are proud and confident #Chandrayaan2 will make way for #Chandrayaan3 soon. We will rise again.
— Akshay Kumar (@akshaykumar) September 7, 2019
সানি দেওল লিখেছেন, ”সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, আশা নয়। ”
Lost Communication but not hope. We are proud of you ISRO..🙏 #Chandrayaan2
— Sunny Deol (@iamsunnydeol) September 7, 2019
ইসরোকে অনেক শুভেচ্ছা, আমাদের দেশ চন্দ্রযান-২ পাঠিয়ে অনেককিছু অর্জন করেছে, তবে এখনও কিছু কাজ বাকি। ভালো কিছু শুধু আসার অপেক্ষা।
Heartiest congratulations to #Isro and my country for so many milestones achieved through #Chandrayaan2theMoon! Groundwork for several more! The best is yet to come! #JaiHind
— Tusshar (@TusshKapoor) September 7, 2019
ভেঙে পড়েছেন ইসরোর প্রধান কে শিবন। তাঁকে বুকে টেনে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ সংস্থার করা সেই টুইট রিটুইট করে সোনম লিখেছেম উৎসাহজনক।
Heartening .. ❤️🇮🇳🙏 https://t.co/ufjH5r5TDd
— Sonam K Ahuja (@sonamakapoor) September 7, 2019
রীতিশ দেশমুখ লিখেছেন, ”আমরা একদিন সফল হবোই। যাঁরা স্বপ্ন দেখতে জানে, তাঁদের জন্যই সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করে থাকে। আজ আমারা যেটা অর্জন করেছি, সেটাও কম কিছু নয়। ”
We shall over come!!!!! Future belongs to those who believe in the beauty their dreams!! We are incredibly proud of the entire team of @isro – what was achieved today was no small feat. #JaiHind https://t.co/ktuJjb9ozx
— Riteish Deshmukh (@Riteishd) September 6, 2019
https://twitter.com/AnupamPKher/status/1170079910586716161?s=19
Success and failure will come and go but the determination to succeed will forever remain constant. Proud of you @isro and deeply touched by this consolatory gesture from PM @narendramodi .. Jai Hind. https://t.co/OYSbUrluG1
— Farhan Akhtar (@FarOutAkhtar) September 7, 2019
केवल सम्पर्क टूटा है,संकल्प नहीं,हौसले अब भी बुलंद है.मुझे विश्वास है की सफलता अवश्य मिलेगी.सारा देश @isro के साथ है .हमारे वैज्ञानिकों पे हमें गर्व है।बस आप आगे बढ़िए…
— Lata Mangeshkar (@mangeshkarlata) September 7, 2019
The country stands together, proud and hopeful! Thank you @isro. #Chandrayaan2 🇮🇳
— Ajay Devgn (@ajaydevgn) September 7, 2019
In times when social media only brags about strengths and successes its important to teach the next gen about weaknesses and failures. If you learn from defeat you haven't really lost. Proud of #ISRO.
— Emraan Hashmi (@emraanhashmi) September 7, 2019
এছাড়াও ইসরোর পাশে দাঁড়িয়ে টুইট করেছেন অনুপম খের, অনুভব সিনহা, মাধবন, আদনান সামি, অজয় দেবগন, ইমরান হাসমি, লতা মঙ্গেশকর সহ আরও অনেকেই।শুধু সেলেবরাই নয়, ইসরোর পাশে দাঁড়িয়েছেন নেটিজেনরাও।