বিক্রম ল্যান্ডার সাফল্য না পেলেও, ‌ইসরোকে অভিনন্দনে ভরিয়ে দিল রাজনীতিক মহল থেকে বিনোদন জগত

বাংলা হান্ট ডেস্ক: চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে হয়ত বিক্রম ল্যান্ডার পা রাখতে পারেনি। কিন্তু তা বলে তো আর চন্দ্রযান–২ শেষ হয়ে যায়নি। শনিবার সকাল থেকেই ইসরোকে অভিনন্দনের বন্যায় ভাসিয়ে দিল সাধারণ দেশবাসী থেকে শুরু করে রাজনৈতিক, ক্রীড়া, বিনোদন এবং শিল্প মহল।

চন্দ্রযান ২-এর অভিযান সফল করতে কঠোর পরিশ্রম করেছেন, তবে শেষপর্যন্ত সম্ভব হয়নি। তবে কঠিন এই মুহূর্তে ইসরোর পাশেই দাঁড়িয়েছে বলিউড। শাহরুখ খান, সোনম কাপুর থেকে ববি দেওল সকলেই টুইট করেছেন।

ইসরোর পাশে দাঁড়িয়ে টুইট করেছেন অমিতাভ বচ্চন, লিখেছেন, গর্ব কখনও বিফল হয় না। ইসরো আমাদের গর্ব।

শাহরুখ লিখেছেন, ”কখনও কখনও আমরা যেটা চাই সেই গন্তব্যে পৌঁছতে পারি না। গুরুত্বপূর্ণ কথা হল আমরা আমরা চেষ্টা করি আর বিশ্বাস রাখি যে আমরা পারবো। তবে আমাদের বর্তমান পরিস্থিতিই আমাদের চূড়ান্ত পরিস্থিতি নয়। সঠিক সময় এলে ঠিক সফল হবো এটাই আমার বিশ্বাস। ইসরোর জন্য আমরা গর্বিত।”

অক্ষয় লিখেছেন, পরীক্ষা নিরীক্ষা ছাড়া বিজ্ঞান কখনও সফল হয় না। কখনও আমরা সফল হই, কখনও আমরা শিখি। ইয়রোর জন্য আমরা গর্বিত, ইসরোকে স্যালুট জানাই, খুব শীঘ্রই আমার চন্দ্রযান থ্রি নিয়ে আবারও উড়বো।

সানি দেওল লিখেছেন, ”সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, আশা নয়। ”

ইসরোকে অনেক শুভেচ্ছা, আমাদের দেশ চন্দ্রযান-২ পাঠিয়ে অনেককিছু অর্জন করেছে, তবে এখনও কিছু কাজ বাকি। ভালো কিছু শুধু আসার অপেক্ষা।

ভেঙে পড়েছেন ইসরোর প্রধান কে শিবন। তাঁকে বুকে টেনে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ সংস্থার করা সেই টুইট রিটুইট করে সোনম লিখেছেম উৎসাহজনক।

রীতিশ দেশমুখ লিখেছেন, ”আমরা একদিন সফল হবোই। যাঁরা স্বপ্ন দেখতে জানে, তাঁদের জন্যই সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করে থাকে। আজ আমারা যেটা অর্জন করেছি, সেটাও কম কিছু নয়। ”

https://twitter.com/AnupamPKher/status/1170079910586716161?s=19

এছাড়াও ইসরোর পাশে দাঁড়িয়ে টুইট করেছেন অনুপম খের, অনুভব সিনহা, মাধবন, আদনান সামি, অজয় দেবগন, ইমরান হাসমি, লতা মঙ্গেশকর সহ আরও অনেকেই।শুধু সেলেবরাই নয়, ইসরোর পাশে দাঁড়িয়েছেন নেটিজেনরাও।

সম্পর্কিত খবর