বাংলাহান্ট ডেস্ক: বলিউড (Bollywood) বনাম দক্ষিণের লড়াই লড়ছে অনেকদিন ধরে। একদিকে তামিল, তেলুগু, কন্নড় ইন্ডাস্ট্রির একের পর এক ছবি ব্লকবাস্টার হিট হচ্ছে। অন্যদিকে হিন্দি ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ ছবি ১০০ কোটিও পেরোতে পারছে না। এমন পরিস্থিতিতে দক্ষিণের একাধিক তারকা পরোক্ষে কটাক্ষ করেছেন বলিউডকে। উত্তর দিয়েছে হিন্দি তারকারাও। লড়াইতে আরো ধুনো দিলেন পরিচালক রাম গোপাল ভার্মা (Ram Gopal Verma)।
কন্নড় ইন্ডাস্ট্রির ব্লকবাস্টার হিট ছবি ‘কেজিএফ চ্যাপ্টার ২’ নাকি পছন্দই হয়নি বলিউডের। হিন্দি ইন্ডাস্ট্রির তাবড় পরিচালক প্রযোজকরা নাকি নাক সিঁটকেছেন ছবিটি দেখে। এমন একটি ছবি কীভাবে যে দর্শকদের পছন্দ হল আর এত ব্যবসাও করল তা নিয়েই ধন্দে বলিউড।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাম গোপাল বলেন, কেজিএফ চ্যাপ্টার ১ এবং ২ দুটি ছবির একটিও নাকি পছন্দ হয়নি বলিউডের। আর তাঁকে একথা জানিয়েছেন খোদ বলিউডের পরিচালক প্রযোজকরা। সম্প্রতি এক সাক্ষাৎকারেৎ রাম গোপাল বলেন, বলিউডের এক নামজাদা পরিচালক নাকি তাঁকে জানিয়েছেন, পাঁচ পাঁচবার কেজিএফ ২ দেখার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু কোনোবারই আধ ঘন্টার বেশি দেখতে পারেননি।
পরিচালক আরো বলেন, এমন একটা ছবি যেটা কারোর পছন্দ হয়নি, সেটাকেও এত ভাল আয় করতে দেখে নাকি হতাশ বলিউড। অবশ্য শুধু কেজিএফ ২ নয়, দ্য কাশ্মীর ফাইলস কেও অত্যন্ত জঘন্য ছবি বলে দাবি করেছেন রাময়
গোপাল ভার্মা।
অবশ্য এটাই প্রথম বার নয়, এর আগেও কেজিএফ ২ কে কটাক্ষ করেছিলেন রাম গোপাল ভার্মা। টুইটে লিখেছিলেন, কেজিএফ ২ হল একটা কালো মেঘ যা অন্য ইন্ডাস্ট্রির ছবিগুলির উপরে শনি হয়ে নেমে আসছে। প্রসঙ্গত, যশ অভিনীত কেজিএফ চ্যাপ্টার ২ এ বছরের ভারতীয় সিনেমার সবথেকে বেশি ব্যবসা করা ছবি। সারা বিশ্বে ১০০০ কোটিরও বেশি ব্যবসা করেছিল এই ছবি।