নিঃস্বার্থ ভাবে দান করেছিলেন কোটি টাকার সম্পত্তি! চেনেন এই ‘টলিউড’ অভিনেত্রীকে?

বাংলা হান্ট ডেস্ক  রূপ যৌবন টাকা-পয়সা কোন কিছুই চিরস্থায়ী নয়। এটাই জীবনের চরম সত্যি। ব্যতিক্রমী নয় বিনোদন (Bollywood Gossip )জগতের সাথে যুক্ত তারকারাও। কিন্তু বরাবরই গ্ল্যামার ওয়ার্ল্ডের (Bollywood Gossip) আড়ালে ঢাকা পড়ে যায় এই ফিল্মি তারকাদের ব্যক্তিগত। পর্দার আড়ালে তাঁদের সাথে ঘটে যাওয়া ট্রাজেডির খোঁজই বা কজন রাখেন।

 এই ‘টলিউড’ অভিনেত্রী দান করেছিলেন কোটি টাকার সম্পত্তি (Bollywood Gossip)

কিন্তু একথা ভুলে চলবে না সিনেমা আর বাস্তব জীবন এক নয়। তাই তারকাদের নিয়েও অনেকের মনেই নানান ভ্রান্ত ধারণাও রয়েছে।  যা তাঁদের হাসিমুখের আড়ালেই চাপা থেকে যায়। কিন্তু জানলে অবাক হবেন টলিউড ইন্ডাস্ট্রিতে এমন একজন সুন্দরী অভিনেত্রী ছিলেন যিনি নিজের অভিনয় জীবনে নাম-যশ খ্যাতি সব পেয়েও দেন করে গিয়েছিলেন নিঃস্বার্থভাবে (Bollywood Gossip)।

   

একসময় এই সুন্দরী অভিনেত্রীর সাথে অভিনয় করার জন্য মুখিয়ে থাকতেন প্রথম সারির অভিনেতারা। জনপ্রিয় কৌতুক অভিনেতা কৃষ্ণমূর্তি এবং কর্ণাটক সংগীত গায়ক এমএল কুমারীর মেয়ে শ্রীবিদ্যা (Srividya) ছিলেন সেই অভিনেত্রী। খুব অল্প বয়সেই বাবাকে হারিয়েছিলেন তিনি। তাই খুব ছোট থেকেই পরিবারের জন্য স্ট্রাগল করতে দেখেছিলেন মাকে।

পরবর্তীতে সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতেই মাত্র ১৪ বছর বয়স থেকে অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল তাঁর। অভিনেতা থিলাকাম শিবাজি গণেসান অভিনীত থিরুভারুচেলভান সিনেমায় প্রথম অভিনয় করেছিলেন শ্রীবিদ্যা। একটা সময় তিনি দাপিয়ে অভিনয় করেছেন তামিল এবং তেলেগু সিনেমায়। যেমন সুন্দর তাঁকে দেখতে ছিল তেমনি তুখোড় ছিল তাঁর অভিনয়।

আরও পড়ুন : স্বামী-স্ত্রী’ও পালন করেন রাখিপূর্ণিমা! ভারতের কোথায় হয় সেই উৎসব?

নাচেন দুর্দান্ত পারদর্শী ছিলেন শ্রীবিদ্যা। রাজনিকান্ত এবং কমল হাসানের মত সুপারস্টারদের সাথে একাধিক সিনেমায় অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। একটা সময় শোনা গিয়েছিল কমল হাসানের সাথে শ্রীবিদ্যার পর্দার প্রেম গড়িয়েছিল বাস্তবে। কিন্তু অভিনেত্রীর মা তাদের সম্পর্ক মেনে নেয়নি। আর এই কারণেই বিচ্ছেদ হয়ে গিয়েছিল তাঁদের।

Srividya 4

পরবর্তীতে ১৯৭৮ সালের পরিচাল পরিচালক জর্জ টমাসকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। কিন্তু তাঁদের সেই দাম্পত্য জীবন সুখের হয়নি। অভিযোগ ওঠে তিনি নাকি শ্রীবিদ্যার তার সমস্ত সম্পত্তি চুরি করেছেন। ১৯৮০ সালে তাঁদের  ডিভোর্স হয়ে যায়।  পরবর্তীতে আরও  একবার অভিনয় জীবন নতুন করে ফিরে আসেন শ্রীবিদ্যা। কিন্তু তারপর শুরু হয় অভিনেত্রীর শারীরিক অসুস্থতা। জানা যায় ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি।  তবে শ্রীবিদ্যা যখন জানতে পারেন তিনি আর বেশি দিন বাঁচবেন না তখন তিনি নিজের জীবনের সমস্ত উপার্জন একটি সংগীত এবং নাচের কলেজের সমস্ত দরিদ্র ছাত্রদের দান করেছিলেন। ২০০৬ সালে ৫৩ বছর বয়সে মৃত্যু হয় শ্রীবিদ্যার।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর