বোনে বোনে এত হিংসা! ফাঁস হল রানীকে সহ্য করতে না পেরে কাজলের করা কুকীর্তির কথা

বাংলা হান্ট ডেস্কঃ বলিউডের অন্দরে কান পাতলেই নানান রকমের গসিপ (Bollywood Gossip) শোনা যায়। এর মধ্যে কিছু কিছু হয় নেহাত রটনা, কিছু আবার হয় সত্যি। বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী কাজল (Kajol) এবং রানী মুখার্জির (Rani Mukerji) ‘শত্রুতার কাহিনী’ যেমন আজও লোকের মুখে মুখে ঘোরে! সম্পর্কে তুতো বোন হলেও কাজল কীভাবে রানীর কেরিয়ার বরবাদ করতে উঠেপড়ে লেগেছিলেন, তা আজও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির চর্চিত গসিপগুলির মধ্যে একটি।

রানীর বলিউড (Bollywood Gossip) কেরিয়ার বরবাদ করতে বিরাট কাণ্ড ঘটিয়েছিলেন কাজল!

করণ জোহরের ব্লকবাস্টার ‘কুছ কুছ হোতা হ্যায়’ (Kuch Kuch Hota Hai) ছবির হাত ধরে বলিউডে (Bollywood) পা রেখেছিলেন রানী। মারকাটারি রূপ আর তুখোড় অভিনয়ের মাধ্যমে প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন এই বঙ্গ তনয়া। কাজল অবশ্য ততদিনে ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হয়ে উঠেছেন। তবে শোনা যায়, তুতো বলেন এই সাফল্য নাকি একেবারেই মেনে নিতে পারেননি তিনি। শাহরুখের বিপরীতে রানীর নায়িকা হওয়ার বিষয়টি ঠিক ‘হজম’ হয়নি তাঁর।

আরও পড়ুনঃ কেউ ২ লাখ, কেউ ৪ লাখ! বাংলা সিরিয়ালের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত নায়িকা কে? নামটা চমকে দেবে!

আসলে খুব ছোট বয়স থেকেই রানী (Rani Mukerji) এবং কাজলের (Kajol) মুখ দেখাদেখি প্রায় বন্ধ ছিল। কাজল এবং রানীর বাবা রাম মুখার্জি এবং সোমু মুখার্জি নিজের ভাই হলেও সম্পত্তি নিয়ে বিবাদের কারণে তাঁদের সম্পর্ক তলানিতে ঠেকেছিল। সেই আঁচ এসে পড়েছিল দুই পরিবারের ওপর। সেই কারণে নাকি রানী যখন বলিউডে নিজের কেরিয়ার শুরু করতে আসেন, তখন তাঁর কেরিয়ার বরবাদ করার জন্য উঠেপড়ে লেগেছিলেন তনুজা-কন্যা।

শোনা যায়, ‘বিয়ের ফুল’ নায়িকাকে যাতে কোনও সিনেমায় না নেওয়া হয় সেই কারণে যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার ওপর চাপ সৃষ্টি করতে চেয়েছিলেন কাজল। এমনকি করণের ওপরেও নাকি ভীষণ রেগে গিয়েছিলেন তিনি। কারণ করণই নাকি রানীর নাম ছবির প্রযোজকের কাছে পাঠিয়েছিলেন।

Kuch Kuch Hota Hai

যদিও কাজল অনেক চেষ্টা করেও রানীকে ‘কুছ কিছু হোতা হ্যায়’ থেকে বাদ দিতে পারেননি। সিনেমা রিলিজ করার পর রীতিমতো বদলে যায় বঙ্গ ললনার ভাগ্য। একের পর এক ছবির অফার আসতে থাকে তাঁর কাছে। যদিও এরপর আর কোনও ছবিতে একসঙ্গে অভিনয় করেননি কাজল-রানী।

তবে শেষ কয়েক বছর দুই নায়িকার সম্পর্কে অনেকটা উন্নতি হয়েছে। শোনা যায়, দুই অভিনেত্রীর বাবার প্রয়াণের পর থেকে আস্তে আস্তে তাঁদের মধ্যেকার বরফ গলতে শুরু করে। এখন মাঝেমধ্যেই কাজল, রানী এবং তানিশাকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। দুর্গাপুজোর সময়ও হাসিমুখে পোজ দিতে দেখা যায় তিন বোনকে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর