ঝড় তুলেছিলেন বলি পাড়ায়! তারপর হঠাৎই ইন্ডাস্ট্রি থেকে গায়েব! কোথায় রয়েছেন এখন ‘সুন্দরী ভূত?’

বাংলাহান্ট ডেস্ক : ১৯৮৮ সালে মুক্তি পাওয়া হরর ফিল্ম ‘ভিরানা’ কাঁপিয়ে দিয়েছিল গোটা দেশকে। এই ছবির সাফল্য রাতারাতি স্টার করে দিয়েছিল সদ্য বলিউডে পা রাখা এক নায়িকাকে। দর্শকরা এই ছবি দেখে যতটা না মোহিত হয়েছিলেন, তার থেকেও বেশি মুগ্ধ হয়েছিলেন ছবির নায়িকার রূপে। বলিউডের (Bollywood) মতো কঠিন জায়গায় রাতারাতি নিজের পরিচিতি তৈরি করে ফেলেছিলেন জেসমিন ধুন্না।

বলিউডের (Bollywood) জেসমিন ধুন্না

জেসমিনের সৌন্দর্যে মোহিত হয়ে গিয়েছিলেন ৮ থেকে  ৮০ সবাই। ‘ভিরানা’ ছবির মুক্তির সাথে সাথেই দর্শককূলে তুফান তুলেছিলেন জেসমিন। আশির দশকে ভুতের সিনেমা মানেই ছিল রামসে ব্রাদার্স। তাদের পরিচালনায় ১৯৮৮ সালে মুক্তি পায় ‘ভিরানা’। এই ছবি মুক্তির সাথে সাথেই সারা পড়ে গিয়েছিল চারিদিকে। সাসপেন্স ভরা এই হরর ছবি দেখতে ঘন্টার পর ঘন্টা সিনেমা হলের সামনে লাইন দিতেন ফিল্মবাফরা।

আরোও পড়ুন : বাড়ি বসে কাজ করেই আয় হবে প্রচুর টাকা, মহিলাদের জন্য রইল সেরা ৪টি বিজনেস আইডিয়া

আজও বলিউডের সফল হরর ফিল্মের তালিকায় প্রথম সারিতে আসে ‘ভিরানা’ (Veerana)। মাত্র ৬০ লক্ষ টাকা দিয়ে তৈরি এই ছবির বক্স অফিস কালেকশন ছিল প্রায় আড়াই কোটি টাকা। জেসমিন ধুন্না (Jasmine Dhunna) ছাড়াও ‘ভিরানা’ ছবিতে অভিনয় করেছিলেন হেমন্ত বীরজে, রাজেশ বিবেক উপাধ্যায়, গুলশন গ্রোভার, কুলভূষণ খারবান্দা, সতীশ শাহ, বিজয়েন্দ্র ঘাটগে প্রমুখরা।

Bollywood

এই ছবিতে এক ভূতের চরিত্রে অভিনয় করেছিলেন জেসমিন। তবে এই ‘সুন্দরী ভূত’ জয় করে নিয়েছিল লক্ষ লক্ষ পুরুষ হৃদয়। তবে এই ছবির পর খুব একটা বলিউডে (Bollywood) দেখা যায়নি জেসমিনকে। একবার জেসমিনের সহ অভিনেতা হেমন্ত বীরজে জানিয়েছিলেন, সিনেমা জগতকে বিদায় জানিয়েছেন জেসমিন। বর্তমানে আমেরিকায় থাকেন তিনি। সেখানে শুরু করেছেন ব্যবসা। আমেরিকাতেই জেসমিন এখন একজন সফল ব্যবসায়ী।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর