এবার চীনা বয়কটে সামিল হল বলিউড, চিনা কোম্পানির কোটি টাকার বিজ্ঞাপন চুক্তি ভাঙলেন কার্তিক আরিয়ান

বাংলাহান্ট ডেস্কঃ ভারত-চীন সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর পর থেকেই চিনা সামগ্রী বয়কটের দাবিতে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। বর্জন করা হয়েছে চিনা পণ্য, সরকারি নির্দেশে স্মার্টফোন থেকে আগেই মুছে ফেলা হয়েছে হোক চিনা অ্যাপ। বলিউডে প্রথম তারকা হিসেবে চিনা পন্য বয়রটের এই আন্দোলনে শামিল হলেন কার্তিক আরিয়ান (Kartik Aryan)।

গত কয়েক বছর ধরেই চিনা মোবাইল ফোন কোম্পানি ওপো( OPPO)-র ব্রান্ড অ্যাম্বাসাডার কার্তিক। এক সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, কার্তিক ওপোর সঙ্গে চুক্তি বাতিল করেছেন। ভারত-চিন সম্পর্কের অবনতি এবং সীমান্তে শহীদ ভারতীয় সেনারদের প্রতি সম্মান জানাতেই এই সিদ্ধান্ত কার্তিকের’।

8 1

গত ১৮ই জুন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের তরফে খোলা চিঠি লিখে ভারতীয় তারকাদের চিনা পণ্যের প্রচার না করবার আবেদন জানানো হয়েছিল।

দিন কয়েক আগেই ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের তরফে বলিউড তারকাদের কাছে আবেদন রাখা হয়েছিল কোনওরকম চিনা পন্যের প্রচার না চালাতে। এবার জানা গেল কার্তিক আরিয়ান এর চিনা মোবাইল ফোন কম্পানির সঙ্গে কয়েক কোটি টাকার চুক্তি বাতিল করেছেন।

https://www.instagram.com/p/CCX7WwOJRZ1/?utm_source=ig_embed

এব্যাপারে কার্তিক আনু্ষ্ঠানিকভাবে কিছু না বললেও অভিনেতার লেটেস্ট ইনস্টা পোস্ট এই খবরে শিলমোহর দিয়ে দিয়েছে বলাই যায়। যেখানে অ্যাপেল কোম্পানির ফোন হাতে ছবি তুলতে ব্যস্ত কার্তিক লেন্সবন্দী হয়েছেন। বক্স অফিসে কার্তিকের শেষ ছবি ছিল লাভ আজ কাল। মার্চ মাসে লকডাউন শুরুর আগে ভুলভুলাইয়া টুয়ের শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। আপতত মুম্বইয়ে সপরিবারে সময় কাটাচ্ছেন তিনি।

সম্পর্কিত খবর