তেলেঙ্গানা এনকাউন্টারের জের, ট্যুইটে তেলেঙ্গানা পুলিসকে সাধুবাদ তারকাদের

বাংলাহান্ট ডেস্ক: হায়দ্রাবাদ গণধর্ষণ কাণ্ডের পর থেকে সারা দেশ উত্তাল হয়ে ওঠে। রাজনৈতিক ব্যক্তিদের থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন। ধর্ষকদের ফাঁসির দাবি ওঠে সর্বত্র। অবশেষে শাস্তি পেল তারা। আজ অর্থাৎ শুক্রবার ভোরবেলায় তেলেঙ্গানা পুলিসের সঙ্গে এনকাউন্টারে খতম হয় চার ধর্ষণে অভিযুক্ত।

images 3 4

শুক্রবার ভোরবেলা হায়দ্রাবাদ গণধর্ষণ ও খুন কাণ্ডের পুনর্নিমাণের সময় পুলিসের চোখে ধুলো দিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। তাদের ধাওয়া করে NH 44-এর উপর গুলি চালায় তেলেঙ্গানা পুলিস। এনকাউন্টারে মারা যায় তারা। এই খবর ছড়িয়ে পড়তেই তেলেঙ্গানা পুলিসের প্রশংসায় মুখরিত হয় গোটা দেশ। বাদ যাননি বলি তারকারাও। তেলেঙ্গানা পুলিসকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করেছেন অনুপম খের থেকে শুরু করে আল্লু অর্জুন পর্যন্ত বহু বলিউড ও দক্ষিণী তারকা। অনুপম খের লিখেছেন, “জয় হো এবং ধন্যবাদ তেলেঙ্গানা পুলিসকে এনকাউন্টারে প্রিয়াঙ্কা রেড্ডির ধর্ষকদের খতম করার জন্য।” তেলেঙ্গানা পুলিসকে বাহবা দিয়ে ঋষি কাপুর লেখেন, “সাবাশ তেলেঙ্গানা পুলিস। অভিনন্দন”।

https://twitter.com/AnupamPKher/status/1202805602893869057

ট্যুইট করেছেন কঙ্গনা রানাওয়াতের বোন রঙ্গেলি চান্দেলও। তিনি লেখেন, “যেখানে নিরীহ মেয়েটাকে ধর্ষণ করেছিল সেখানেই ধর্ষকদের এনকাউন্টার হল। দারুণ, আমাদের পুলিস ফোর্সকে স্যালুট জানাই। সরকারকে ধন্যবাদ এমন একটা পদক্ষেপ নেওয়ার জন্য।” ট্যুইট করেছেন ডিনো মোরিয়া, রণবীর শোরে সহ আরও বহু তারকাই।ডিনো মোরিয়া লেখেন, “সঠিক বিচার হয়েছে”।

https://twitter.com/Rangoli_A/status/1202794075763593216

https://twitter.com/DinoMorea9/status/1202806943158611968

https://twitter.com/NSaina/status/1202806523837087744

প্রিয়াঙ্কা রেড্ডির আত্মা আজ শান্তি পেল বলে মন্তব্য করেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। ট্যুইট করছেন আল্লু অর্জুনও। তাঁর মতে, উপযুক্ত শাস্তি হয়েছে অভিযুক্তদের।

Niranjana Nag

সম্পর্কিত খবর