বাংলা হান্ট ডেস্কঃ দেশের জনতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) আবেদনকে মন খুলে সমর্থন করেছে। জনতা কার্ফুর (janata curfew) সমর্থন বলিউডের (Bollywood) নক্ষত্ররাও করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) থেকে শুরু করে অনুপম খের পর্যন্ত ছাঁদে, ব্যালকনিতে দাঁড়িয়ে থালা বাজান।
অমিতাভ বচ্চন নিজের বাড়ির ছাঁদে পুত্রবধু ঐশ্বর্য রাই আর অভিষেক বচ্চনের সাথে ওঠেন। আর সেখানে অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চনও ছিলেন। অমিতাভ বচ্চন ব্লুটুথ স্পীকারে শঙ্খ আর থালা বাজানর আওয়াজ চালান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও থালা বাজানর জন্য স্পীকারের ব্যবহার করার পরামর্শ দিয়েছিলেন।
বলিউড অভিনেতা অনুপম খের নিজের বাড়ির বাইরে থালা বাজান আর দেশের সেবায় থাকা কর্মীদের উৎসাহ বাড়ান। বইউড বাদশা শাহরুখের স্ত্রী গৌরী খানও বিকেল পাঁচটায় নিজের বাড়ির ছাঁদে উঠে হাততালি দেন। যদিও তখন শাহরুখ খান ছিলেন না ওনার সাথে।
করোনা ভাইরাসের বিপদ কাটাতে আজ গোটা দেশ একজোট হয়েছে। আরেকদিকে, বলিউডও এই যুদ্ধে নিজেদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। বলিউডের নক্ষত্রেরা নিজেদের জরুরী কাজ বাদ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়ায়।
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের পিতা শক্তি কাপুরও করোনা ভাইরাসের মধ্যে নিজের সেবা চালিয়ে যাওয়া যোদ্ধাদের উৎসাহ বাড়াতে হাততালি দেন। বলিউড অভিনেতা অনিল কাপুর, সঞ্জয় কাপুর, ববি দেওল সমেত আরও অনেক অনেক নক্ষত্ররা প্রধানমন্ত্রী ডাকে সাড়া দিয়ে করোনার যোদ্ধাদের স্যালাম জানাতে বিকেল পাঁচটায় হাততালি দেন।