বাংলাহান্ট ডেস্ক: চিনের সঙ্গে সঙ্গে সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের (Cororna Virus) আতঙ্ক। এমনকি ভারতেও এই মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন মানুষ। চিনে এখনও পর্যন্ত ৩০০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। বহু মানুষ আক্রান্ত এই ভাইরাসে। মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরই হচ্ছেন না মানুষ। চিনে অব্যাহত রয়েছে মৃত্যুমিছিল। সবথেকে ভয়াবহ খবর হল অবশেষে ভারতেও থাবা বসিয়েছে করোনা। ইতিমধ্যেই ২৮ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
সর্বক্ষণ করোনা নিয়ে প্রচার করা হচ্ছে। রোগের লক্ষণ, সম্ভাব্য প্রতিরোধের উপায় সবই মানুষের জন্য জানানো হচ্ছে। চিকিৎসকরা বারবার বলছেন করোনা নিয়ে মিথ্যা প্রচার না চালাতে। এতে মানুষের মনে অহেতুক ভয়ের সঞ্চার হচ্ছে। তবে এতে দমেননি নেটিজেনরা। করোনা নিয়ে নানা ধরনের মিমে ভরে গিয়েছে নেটদুনিয়ায়। শেয়ার হচ্ছে নানা হাসির ছবি, ভিডিও। তবে এবার কোনও মিম নয়, সোজা সিনেমা। করোনা ভাইরাস নিয়ে ছবি তৈরি হতে চলেছে বলিউডে।
হ্যাঁ, ঠিকই পড়েছেন। করোনা ভাইরাস নিয়ে ছবি তৈরি করার জন্য ছবির নামের স্বত্ব নিয়ে ইতিমধ্যেই যুদ্ধ শুরু হয়ে গিয়েছে বলিউডে। একটি ছবির নামও ঠিক হয়ে গিয়েছে যা হল ‘করোনা পেয়ার হ্যায়’। ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডিউসারশ কাউন্সিল জানিয়েছে, এই নামে একটি ছবি স্বত্ব কিনেছে ইরোস ইন্টারন্যাশনাল। ছবির চিত্রনাট্য লেখার কাজ এখনও চলছে। তারপর শুর হবে বাকি কাজ।
আরও একটি ছবির নাম জানা গিয়েছে এই একই বিষয়ের ওপর। তা হল ‘ডেডলি করোনা’। এই মুহূর্তে বলিউড ও হলিউডের সব ছবির শুটিং বন্ধ রাখা হয়েছে করোনা আতঙ্কের জন্য। তবে এটাই প্রথম বার নয়। এর আগেও বহু ঘটনা নিয়ে তৈরি হয়েছে ছবি। তার মধ্যে রয়েছে, মুম্বই সন্ত্রাসবাদী হামলার ঘটনা, বালাকোট এয়ারস্ট্রাইক, এমনকি হালের ৩৭০ ধারা রদও।