এবার বলিউডে আসতে চলেছে বাইচুং ভুটিয়ার ” বায়োপিক “

Published On:

বাংলা hunt ডেস্ক : বলিউডে এখন ” বায়োপিক ” এর ট্রেন্ড।এই গোত্রীয় ছবির দুরন্ত সাফলতা বর্তমানে সময়ের একাধিক পরিচালক থেকে প্রযোজক কে এই ধরনের ছবি তৈরির ক্ষেত্রে উৎসাহ প্রদান করেছে।উদাহরন স্বরুপ বলা যায় ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয় কে কেন্দ্র করে তৈরী হওয়া ছবি ” ৮৩ “, ছবিতে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রনবীর সিং।ইতিমধ্যে সেই ছবি ঘিরে উন্মাদনা লক্ষ্য করা গেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।

এরই মাঝে আরেকটি ছবি তৈরী হওয়ার বিষয়ে ঘিরে তৈরী হলো জোর জল্পনা।ভারতের ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক এবং একসময় দুই প্রধানের হয়ে খেলা বাইচুং ভুটিয়ার।ইতিমধ্যে জল্পনা সৃষ্টি করা এই ছবিতে বাইচুং এর চরিত্রে অভিনয় করতে চলেছেন টাইগার শ্রফ।

ছবিটি পরিচালনা করছেন আনন্দ কুমার।শোনা যাচ্ছে প্রস্তাব পেয়ে এই কাজ করতে উৎসাহ প্রকাশ করেছেন টাইগার।

সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ” স্টুডেন্ট অফ দ‍্য ইয়ার ” ছবিটি।তার রেশ কাটতে না কাটতেই ফের আরও দুটো ছবির কাজ শুরু করেছেন তিনি।ছবি গুলো হলো ” বাঘী – ৩” এবংতার আইডল হৃত্বিকের সাথে একটি ছবি।

সম্পর্কিত খবর

X