বোলপুরে বাংলা হান্ট থেকে থিমের উপর প্রথম হলো কাশিমবাজার ইয়ং অ্যাসোসিয়েশন

Published On:

সৌতিক চক্রবর্তী,বোলপুর,বীরভূমঃ বাংলা হান্ট বোলপুরে থিমের উপর প্রথম হলো কাশিমবাজার ইয়ং অ্যাসোসিয়েশন।

এই অ্যাসোসিয়েশনের পূজোটিকে উদ্বোধন করেন বোলপুরে বিশিষ্ট অতিথি বর্গ। ফিতে কেটে ঢাক বাজিয়ে এই পূজোটি উদ্বোধন করা হয়। এই বছর এই পূজা কমিটির থিম রয়েছে,“জল অর্পণে দেবী দূর্গা।”

ক্লাবের সদস্য শুভেন্দু বিকাশ মণ্ডল বলেন,“প্রতি বছরের মতো এই বছরেও ঠিক একই ভাবে আমরা দেবীর আরাধনা করছি। এই বছর আমাদের বাজেট প্রায় ১০ লক্ষ টাকা।”

সম্পর্কিত খবর

X