বোলপুরে ফের নাবালিকাকে গণধর্ষণ! পৈশাচিক কাণ্ডের ভিডিও ভাইরাল করার পর গ্রেফতার চার

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় একের পর এক নাবালিকাদের ওপর ধর্ষণের মামলা দিন দিন বেড়েই চলেছে। রাজ্য সরকারের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও নির্যাতনের মামলা কমার কোন লক্ষণই নেই। এরই মাঝে বোলপুরে এক নাবালিকার ওপর চারজন যুবক দ্বারা নৃশংস যৌন নির্যাতন চালানোর পর সেই ভিডিও ভাইরালও করে দেওয়ার অভিযোগ উঠলো। অভিযোগ পেয়ে অবশ্য সেই চার জনকেই গ্রেফতার করেছে পুলিশ।

বাংলায় একের পর এক ধর্ষণ কাণ্ড ঘটে চলেছে। তবে বর্তমানে বীরভূম জেলা এহেন পাশবিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হয়ে উঠেছে। সম্প্রতি বোলপুরের ঘটনাকে নিয়ে পরপর চার নাবালিকা ধর্ষণের মামলা সামনে উঠে এসেছে। প্রাপ্ত খবর অনুযায়ী, বোলপুরের এই নাবালিকাকে তার এক বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখে ফেলে এলাকারই চার যুবক আর তার পরেই তারা সেটিকে হাতিয়ার করে কিশোরীটিকে ব্ল্যাকমেল করতে থাকে। স্বভাবতই, ভয় পেয়ে যায় সে এবং সেই চার যুবকের ডাকে একটি স্থানে হাজিরও হয় নাবালিকাটি।

নাবালিকার পরিবার সূত্রে খবর, অজানা এক স্থানে তাদের মেয়েকে ডেকে তার ওপর নৃশংস নির্যাতন চালায় চার যুবক। এমনকি সেই দৃশ্যের ভিডিও রেকর্ডিংও করে তারা। পরবর্তীকালে, মেয়েটিকে মুখ না খোলার জন্য খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। সম্প্রতি, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার পর তা নজরে আসতেই নড়েচড়ে বসে মেয়েটির পরিবার।

এরপর বিভিন্নভাবে পরিবারের লোকজনকে অভিযুক্তদের দ্বারা হুঁশিয়ারি দেওয়া হলেও তাতে দমে থাকেনি পরিবারের সদস্যরা এবং শেষ পর্যন্ত স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন তারা। পুলিশ সূত্রে খবর, ধর্ষণের অভিযোগ পেয়ে দ্রুত তদন্তে নামা হয় এবং দীর্ঘ তল্লাশির পর শনিবার রাতে সেই চার জন যুবককে গ্রেফতার করে তারা। উল্লেখ্য, ঠিক কয়েকদিন আগে বোলপুর থেকে আরও এক নাবালিকা ধর্ষণের ঘটনা সামনে এসেছিল। যেখানে চড়ক মেলা দেখতে যাওয়া এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল ৫ জনের বিরুদ্ধে

Sayan Das

সম্পর্কিত খবর