সৌতিক চক্রবর্তী,বোলপুর,বীরভূমঃ বোলপুরে পুরোদমে চলছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। পাশাপাশি পূজারীরাও নিচ্ছেন নানা প্রস্তুতি। দূর্গাপূজা উৎসব শান্তিপূর্ণ করতে কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে বোলপুর চত্বর।
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাৎসবের আর মাত্র কয়েকদিন বাকি। সনাতন ধর্মাবলম্বীরা শঙ্খ, ঢোল আর উলুধ্বনি দিয়ে বরণ করবেন তাদের আরাধ্য দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে। সে লক্ষ্যে,বোলপুরে নীলডাঙা বয়েজ ক্লাবে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী সহ থিমের শিল্পীরা। এইবছর এই পূজা কমিটির থিম,’সুন্দরায়ন’। বাজেট প্রায় ১৭-১৮ লক্ষ টাকা।
ক্লাবের সদস্য মুনবাবু বলেন,“প্রতি বছরের মতো এই বছরেও ঠিক একই ভাবে আমরা দেবীর আরাধনা করবো।”
সাধারণ পূজারিদের কয়েকজন জানায়, দুর্গা মা আসছেন, প্রতি বছর তিনি আসেন এ নিয়ে আমাদের মধ্যে আনন্দ বিরাজ করেছে। সেই সাথে প্রস্তুতিও ভাল নেয়া হচ্ছে।
নীলডাঙা বয়েজ ক্লাবের প্রতিমা শিল্পীরা জানান,’মূর্তির কাঁচামালের দাম বেড়ে গেছে। তাই লোকসানের সম্মুখীন হতে হচ্ছে। আর আকাশ মেঘলা তাই একটু চিন্তা হচ্ছে।”