বাংলা হান্ট ডেস্ক : এতদিন গ্রামবাসীরা সুর চড়িয়েছিল আর এবার মুখ খুললেন বোলপুরের ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক। তৃণমূল (Trinamool Congress) নেতার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুললেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক সঞ্জয় কুমার পাল (Sanjay Kumar Pal)। ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় রাজ্যজুড়ে।
সূত্রের খবর, রায়পুর সুপুর অঞ্চলের পুরুষোত্তমপুর বালিঘাট থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ ওঠে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যান বোলপুরের ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকেরা। সেখানে গিয়ে দেখা যায়, বেআইনিভাবে বালি তোলা হচ্ছে। এবং সেই বালি চলে হচ্ছে শহরে। নম্বরবিহীন কয়েকটি গাড়ি আটক করতেই শুরু হয় সমস্যা।
প্রসঙ্গত উল্লেখ্য, অভিযোগ উঠেছে বোলপুরের তৃণমূল নেতা তথা এই মুহূর্তে তৃণমূলের কংগ্রেসের সর্বোচ্চ কোর কমিটির মেম্বার সুদীপ্ত ঘোষের বিরুদ্ধে। অভিযোগ করেছেন বোলপুরের ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক সঞ্জয় কুমার পাল। ইতিমধ্যেই মেইল মারফত একটি অভিযোগও দায়ের করা হয়েছে বোলপুর থানায়।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ। তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, তিনি এই বিষয়ে জেলাশাসকের সাথে বৈঠক সেরেছেন। যদিও তাতে সবকিছু মিটমাট হয়ে যায়নি। তৃণমূলের উর্ধ্বতন নেতৃত্বদের নামে অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র বোলপুরে।
অন্যদিকে বেআইনিভাবে বালি তোলার অভিযোগে সরব হয়েছে বামফ্রন্টও। ইতিমধ্যেই একটি স্মারকলিপি পৌঁছে গেছে বোলপুর মহকুমা শাসকের কাছে। এখন দেখার বিষয়, এই জল কতদূর গড়ায়। পাশাপাশি মানুষের মনে প্রশ্ন, এত অভিযোগের পর কি বেআইনিভাবে বালি উত্তোলন বন্ধ হবে?