পুরভোটের আগেই বিস্ফোরণে কেঁপে উঠল রামপুরহাট, হাত উড়ল শিশুর

বাংলাহান্ট ডেস্ক : পুরসভা ভোটের আগেই বিস্ফোরণে কেঁপে উঠল বীরভূমের রামপুরহাট। উড়ল বালকের হাত। ঘটনার জেরে তীব্র আতঙ্ক এবং উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রামপুরহাটের ৭ নম্বর ওয়ার্ডের মহাজনপট্টি এলাকায়। জানা যাচ্ছে মঙ্গলবার সকাল নাগাদ আবর্জনার স্তুপে প্লাস্টিক বোতল কুড়োচ্ছিল মুকসেদ শেখ নামের বছর বারোর এক বালক। ঠিক তখনই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। রক্তাক্ত অবস্থায় মাটিয়ে লুটিয়ে পড়ে মুকসেদ।

বিস্ফোরণের শব্দে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, যতক্ষণে তাঁরা এসে পৌঁছান ততক্ষণে রক্তে ভেসে গিয়েছে ওই আবর্জনার স্তুপ। আহত অবস্থায় মুকসেদকে রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন বিস্ফোরণে উড়ে গেছে তার ডান হাতের বেশ অনেকখানি অংশ। একই সঙ্গে বেশ গুরুতর আঘাত লেগেছে পায়ে এবং মাথায়।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রাথমিক তদন্তের পর অনুমান করা হচ্ছে ওই আবর্জনার স্তুপে রাখা ছিল বোমা। বালকের হাত নেগে তা নড়াচড়া হতেই বিস্ফোরণ ঘটে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন বিকট শব্দে ছুটে এসে তিনি দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে ছটফট করছে ওই বালক। আবর্জনার মধ্যেই বোম ছিল বলে দাবি করেছেন তিনিও।

bomb 2

পুলিশ সূত্রে খবর কে বা কারা এই বোমা মজুত করেছিল তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ। সামনেই পুরভোট। লড়াই হাড্ডাহাড্ডি হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলির মধ্যে। সেই কারণেই বোমা বাজি ফলে সন্ত্রাস সৃষ্টি করে এলাকার দখল নিতে চাইছে রাজনৈতিক দলগুলি এমন অভিযোগও উঠছে। তবে কোনো বিশেষ দলের নাম উঠে আসেনি এখনও। ঘটনাটির সঙ্গে রাজনৈতিক যোগ আদৌ আছে কি না, থাকলেও তা কতটা সেসব খতিয়ে দেখছে রামপুরহাট থানার পুলিশ। তবে ভোটের মুখেই রামপুরহাটের মতন স্পর্শকাতর এলাকায় এই বিস্ফোরণ এবং বোমার উপস্থিতিকে বিশেষ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর