বাংলাহান্ট ডেস্ক : আবারও মারাত্মক বিস্ফোরণ কাবুল সহ তালিবান শাসিত আফগানিস্তানের একাধিক এলাকায়। কাবুলের একটি মসজিদ এবং আফগানিস্তানের উত্তরাংশে অবস্থিত মাজার -ই -শরিফে লাগাতার ৪টি বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন। আহত বহু।
কাবুলের কম্যান্ডারের মুখপাত্র সূত্রে খবর বুধবার বিকেল নাগাদ কাবুলের একটি মসজিদেই ঘটে প্রথম বিস্ফোরণটি। স্থানীয় একটি হাসপাতাল জানিয়েছে যে ওও বিস্ফোরণের পর ৫টি দেহ নিয়ে আসা হয়েছে হাসপাতালে। বিস্ফোরণে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ২ জন। বাকি আহত আরও ১২ জনেরও চিকিৎসা চলছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। পুরো বিষয়টি প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক তালিবান কর্তা জানিয়েছেন, ‘মসজিদের ভিতরেই কোথাও লুকোনো ছিল বিস্ফোরক। বুধবার বিকেলে প্রার্থনা চলাকালীন হঠাৎ বিস্ফোরণ ঘটে সেখানে।’ বিস্ফোরণে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলেই দাবি করেছেন ওই আধিকারিক।
#BREAKING
An explosion took place in KabulAn explosion took place in Hazrat Zakeria mosque in Traffic square, Kabul. Taliban have not stated anything regarding this blast.
Approximately an hour ago three consecutive blasts took place in Mazar-e-Sharif. pic.twitter.com/OQSCuV72T9
— Afghanistan Resistance Painjshir Valley 💚🤍🖤 (@Valley00011) May 25, 2022
এখানেই শেষ নয়, এদিন আরও তিনটি বিস্ফোরণ হয় আফগানিস্তানে। উত্তর আফগানিস্তানের মাজার -ই -শরিফে ঘড়ির কাঁটা ধরে বিস্ফোরণ ঘটে তিনটি মিনিবাসে। বালখ পুলিশ সূত্রে খবর, শহরের বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে থাকা তিনটি মিনিবাসে হয় বিস্ফোরণ। একদম ঘড়ি ধরেই একই সময়ে বিস্ফোরণ ঘটানো হয় বাসগুলিতে। ঘটনার জেরে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলেই দাবি করেন তিনি।
বালখ প্রদেশের কম্যান্ডার মহম্মদ আসিফ ওয়াজেরির দাবি, ‘শিয়া সম্প্রদায়ের মুসলিমদের নিশানা করেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। কারা এই হামলা করেছে তা যদিও এখনও স্পষ্ট করে জানা যায়নি। এই ঘটনায় ৯ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।’ উল্লেখ্য, এর আগেও রমজান মাসে আফগানিস্তানে বিস্ফোরণ ঘটায় আইসিস খোরাসান। এবারের এই বিস্ফোরণও তাদেরই চক্রান্ত হতে পারে এমনটাই মনে করছেন পর্যবেক্ষক মহল।