বাংলাহান্ট ডেস্ক : ভয়াবহ বিস্ফোরণ আফগানিস্তানের পশ্চিম অংশের হেরাত প্রদেশে। শুক্রবার হেরাত প্রদেশের রাজধানী পিডি১২ তে ঘটে এই বিস্ফোরণ। মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয়েছে ১২ জনের, আহত ২৫ জন। যদিও এখনও কোনও জঙ্গি সংগঠন এর বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
টলো নিউজ সূত্রে জানা যাচ্ছে, হেরাতের উত্তরাংশের একটি শহরের একটি খেলার মাঠে পুঁতে রাখা হয়েছিল বিস্ফোরক পদার্থ। বিস্ফোরণের সময় ওই মাঠে খেলছিলেন বেশ কিছু শিশু এবং মানুষ। ওই প্রতিবেদনে আরও বলা হয় যে একটি মিনিবাসের সামনেই বিস্ফোরণ ঘটে। ঘটনায় এখনও অবধি ১২ জনের মৃত্যু হয়েছে, আহত ২৫ জন।
আরও জানা যাচ্ছে যে নিহতদের মধ্যে অন্তত ৪ জন নারী রয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর ওই এলাকা থেকে আরও ২ টি বোমা নিষ্ক্রিয় করে পুলিশ। এখনও এই ঘটনার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী।গত বছর আগষ্ট মাসে তালিবান আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে প্রায় এক ডজন বিস্ফোরণ ঘটেছে সেখানে।
এই বিস্ফোরণ গুলির অধিকাংশেরই দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। এই বিস্ফোরণের পিছনেও তাদের হাত রয়েছে কি না তা এখনও জানা সম্ভব হয়নি।উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসেও ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল হেরাট। সেই বিস্ফোরণে ৭ জন নিহত এবং ৯ জন আহত হন।