তৃণমূল নেতার শৌচাগারে ভয়ানক বোমা বিস্ফোরণ! উড়ে গেল দেওয়াল, ফের রক্তাক্ত বীরভূম

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট পূর্বে একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনা উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। পূর্বের ধারা বজায় রেখে এবার ফের বীরভূমে (Birbhum) বোমা বিস্ফোরণ (Bomb Blast)। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বীরভূমের পাড়ুই থানার ভেরামরি গ্রামে। জানা গিয়েছে, কেষ্ট গড়ে স্থানীয় এক তৃণমূল নেতার (TMC Leader) বাড়ির শৌচাগারে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে খবর, যার বাড়িতে ঘটনাটি ঘটেছে তিনি ভেরামারি গ্রামের তৃণমূল বুথ সভাপতি। নাম হাফিজুল মোল্লা। ভয়ানক বোমা বিস্ফোরণের ঘটনায় জখম হয়েছেন ২ জন। জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে পাশের পাকা বাড়ির একটি দেওয়ালও উড়ে গিয়েছে।

কী ঘটেছিল? শুক্রবার সন্ধ্যায় তৃণমূল নেতার বাড়ির কাছ থেকে বোমা ফাটার শব্দ শুনতে পান প্রতিবেশীরা। কেঁপে ওঠে গোটা এলাকা। এরপরই ছুটে যান তারা। বিস্ফোরণের ঘটনায় হাফিজুলের বাড়ির শৌচাগার ভেঙে গিয়েছে। তবে কিভাবে এই বোমা বিস্ফোরণ ঘটল তার কোনো খবর পাওয়া যায়নি।

bomb

আগে থেকেই এই মজুত ছিল কী না এই উঠেছে প্রশ্নই এখন উঠে আসছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ। চলছে তদন্ত। প্রসঙ্গত, এই প্রথম নয় চলতি মাসের শুরুতেই বীরভূমের মাড়গ্রাম এলাকায় বোমা বিস্ফোরণে প্রাণ হারায় লাল্টু শেখ এবং নিউটন শেখ নামে দুই ব্যক্তি।

জানিয়ে রাখি, লাল্টুর দাদা ভুট্টু শেখ মাড়গ্রাম-১ তৃণমূলের পঞ্চায়েত প্রধান। সেই খবরও আমরা আপনাদের জানিয়েছিলাম। সেইসময় বোমা মারার ঘটনায় মোট ৮ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এখনও পুলিশি হেফাজতেই রয়েছেন তারা। এরপর গত সপ্তাহেও বীরভূম থেকে জোড়া বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা জেলায়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর