বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। আর তার আগে রাজ্যের একের পর এক প্রান্ত থেকে উঠে আসছে বোমা বিস্ফোরণের খবর। এদিন রাস্তার পাশের শৌচালয়ে শৌচকর্ম সারতে গিয়ে বোমা ফেটে (Bomb Blast) মৃত্যু হল বনগাঁর (Bongaon) নাবালকের। ফের রক্তাক্ত হল এক নাবালকের শৈশব।
কি জানা যাচ্ছে? বনগাঁর বক্সিপল্লির ২২ নম্বর ওয়ার্ডের নাবালক রাজু রায়, এলাকার একটি সাইকেলের দোকানে কাজ করত। অন্যদিনের মতোই সোমবার সকালে রাস্তার পাশে শৌচালয়ে প্রাতঃকৃত্য সারতে গিয়েছিল সে। রাজুর বাবা প্রশান্ত রায় জানান, হঠাৎই বিকট শব্দ শুনতে পান তারা।
তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গেলে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ছেলে। এক মুহূর্তে সব শেষ! খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কে বা কারা এই ঘটনার পেছনে রয়েছে এই বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় দিন দিন সমাজবিরোধী কার্যকলাপ বেড়েই চলেছে। স্থানীয় পুলিশ প্রশাসনের কোনও মাথা ব্যাথা নেই তাতে। প্রশাসনের এই গা ছাড়া মনোভাবের জন্যই প্রাণ গেল নাবালকের।
ঘটনার নেপথ্যে যে বা যারা রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃত নাবালকের পরিবার। পঞ্চায়েত ভোটের আগে লাগাতার বিস্ফোরণের ঘটনায় ক্রমশ্যই আতঙ্ক ছড়াচ্ছে গোটা রাজ্যে।