অযোধ্যা-মথুরায় বোমা মারার হুঁশিয়ারি PFI নেতার, মোদীকেও খুনের ছক! দেশজুড়ে তুমুল শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, ইসলামিক মৌলবাদী সংস্থা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (Popular Front of India) সংগঠনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র সরকার। এরপর থেকেই একের পর এক ইস্যুতে ক্রমাগত হুঁশিয়ারি দিয়ে চলেছে তারা। সম্প্রতি ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতে দেখা যায় পিএফআই সমর্থকদের আর এবার একটি হুমকি চিঠিতে অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Mandir), মথুরার (Mathura) কৃষ্ণ জন্মভূমিতে বোমা মারার হুমকি দিয়েছে এক পিএফআই নেতা।

শুধু তাই নয়, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের নজরে রয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে।

উল্লেখ্য, সম্প্রতি একটি আইনের অধীনে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া সংগঠনকে। একই সঙ্গে সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেওয়ার অভিযোগে আরো বেশ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করে কেন্দ্র। এরপর থেকেই পিএফআই সমর্থকদের তরফ থেকে একের পর এক হুঁশিয়ারি দেওয়া হয়ে চলেছে। এক প্রতিবাদ কর্মসূচি চলাকালীন ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতে দেখা যায় উক্ত সংগঠন সমর্থকদের। একই সঙ্গে হুমকি দেওয়া হয়, ‘আমরা প্রতিশোধ নিতে ফিরব’।

সেই ধারা বজায় রেখে এবার প্রকাশ্যে এল হুমকি চিঠি। বিজয় উপাধ্যায় নামে এক বিজেপি বিধায়ক এই প্রসঙ্গে এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এনেছেন। তিনি বলেন, “মোহাম্মদ সফি বিরজাধর নামে এক পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া নেতা একটি হুমকি চিঠি দিয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে প্রচার বন্ধ না করলে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে।”

pfi ban 2ea

অভিযোগ, উক্ত চিঠিতে অযোধ্যার রাম মন্দির এবং মথুরার কৃষ্ণ জন্মভূমিতে বোমা মারার হুমকি দেওয়ার পাশাপাশি বিজেপির একাধিক নেতাকে খুনের হুমকি দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  এই অভিযোগ সামনে উঠে আসতেই বর্তমানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। ওই বিজেপি বিধায়কের তরফ থেকে চিঠির একটি প্রতিলিপি থানায় জমা করার পাশাপাশি পিএফআই নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে মহারাষ্ট্র পুলিশ।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর