ভোটের মুখে বিস্ফোরণ বাংলায়, বল ভেবে খেলতে গিয়ে ঘটল বিপত্তি, মৃত ১

বাংলাহান্ট ডেস্কঃ ভোটের মুখেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বল ভেবে খেলতে গিয়েই ঘটল বোমা বিস্ফোরণ ( Bomb Blast )। ঘটনায় ইতিমধ্যেই এক শিশুকে মৃত বলে ঘোষণা করল চিকিৎসকরা। অপর এক খুদে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

সাতসকালেই ঘটানটি ঘটে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) রসিকপুরের সুভাষপল্লি এলাকায়। সেখানেই বাকি দিন গুলির মত সকালে বাড়ির পাশে খেলতে বেরোই শেখ ইব্রাহিম ও শেখ আফরোজ নামে দুই শিশু। সেখানে খেলতে-খেলতে বাড়ির অদূরেই একটি দোকানের পাশে তারা মাটি খুঁড়তে লাগে। তাখনই তাদের নজরে আসে বল জাতীয় একটি জিনিস। সেটাতে হাত দিতেই বিকট শব্দে ঘটে যায় এই বিস্ফোরণ।

স্থানীয় বাসিন্দারা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যেতেই বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসকরা আফরোজকে মৃত বলে ঘোষণা করে। বাকি আর এক খুদে ইব্রাহিম গুরুতর জখম অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বিস্ফোরণের ঘটনা ঘিরে ব্যপক চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা এলাকাজুড়ে।

bardhaman blast

খবর পেয়েই ততক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী। এমনকি ঘটনাস্থল পরিদর্শন করেন আইসি, এসপি ও অ্যাডিশ্যানাল এসপিও। কয়েকদিন ধরে ভোটমুখী বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বোমা-বারুদ উদ্ধার হচ্ছে। যা ভোটে অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে প্রস্তুত করা হচ্ছে। যার জেরে জোরদার তল্লাশিও চালাচ্ছে পুলিশ।

সেই মত রসিকপুরের সুভাষপল্লি এলাকায় এই বিস্ফোরণ ( Blast ) ঘিরে ভোটে অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে এই বিস্ফোরক রাখা হয়েছিল কি না, তাও জানার চেষ্টা করা হচ্ছে বলে খবর। ভোটের মুখে আজকের এই ঘটনা স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে সাধারণের মধ্যে।


সম্পর্কিত খবর