বাংলা হান্ট ডেস্কঃ আজ পবিত্র কুরবানির ঈদ (Eid) উৎসব। গোটা বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে পালিত হয় এই উৎসব। তবে সেই দিনেও বাদ গেল না সন্ত্রাস! ঈদ উপলক্ষে টিটাগড় ( Titagarh) এলাকায় মসজিদের সামনে এদিন মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
একে ঈদ উৎসব, তার ওপর রবিবার। ফলে স্বাভাবিকভাবে এলাকাজুড়ে বহু মানুষের সমাগম ঘটেছিল। একই সঙ্গে চলছিল বাস, অটো থেকে শুরু করে লরি এবং বাইক আর এর মাঝেই এদিন টিটাগড়ের বড় মসজিদের সামনে ঘটে গেল বোমাবাজির ঘটনা। যা নিয়ে মুহূর্তের মধ্যেই শোরগোল পড়ে যায় এলাকার সর্বত্র। চারধারে থাকা মানুষজন প্রাণপণে ছুটতে থাকে। তবে এই ঘটনায় আপাতত কোন মানুষের প্রাণহানির ঘটনা ঘটেনি।
সূত্রের খবর, টিটাগড় থানা থেকে কিছুটা দূরে বিটি রোডে এদিন দুপুর হতে আচমকাই এলাকায় এসে উপস্থিত হয় বেশ কিছু দুষ্কৃতীর দল এবং এলাকার মধ্যে তারা বোমা ছুঁড়তে থাকে। হঠাৎ এই ঘটনায় প্রথমে কিছুই বুঝে উঠতে পারেনা এলাকাবাসীরা, তবে পরবর্তীতে একের পর এক বোমা মারা শুরু হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। ঘটনা জানাজানি হওয়ার পরেই তৎক্ষণাৎ সেখানে এসে উপস্থিত হয় পুলিশ।
প্রশাসনকে কাছে পেয়ে এরপর বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবিতে পুলিশের কাছে আবেদন জানান তারা। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছান টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেশ সাউ এবং এলাকার কাউন্সিলর-ও। বর্তমানে গোটা এলাকা জুড়ে পুলিশ নিরাপত্তায় থাকলেও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে মানুষ। ঈদের দিনেও এহেন ঘটনা তাদের যে যথেষ্ট বিড়ম্বনায় ফেলেছে, তা অনস্বীকার্য।