বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। ইতিমধ্যেই বেজে গিয়েছে ভোটের দামামা। নির্বাচনের দিন এখনও ঘোষণা না হলেও আটঘাট বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। জোর কদমে চলছে প্রস্তুতি। অন্যদিকে, পিছিয়ে নেই বোমাবাজিও। ভোট পূর্বে মুড়ি মুড়কির মতো বোমা পড়ছে রাজ্য জুড়ে। ফের একবার বিস্ফোরণে কেঁপে উঠল বাংলা। এবার মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগর-২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান (Trinamool Pradhan) শেফালী খাতুনের বাড়ির পিছনে গভীর রাতে বোমা বিস্ফোরণ (Bomb Blast)।
ঘটনাটি ঘটেছে শনিবার মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার সেখপাড়া ARMP পলিটেকনিক কলেজের পিছনে। বোমা বিস্ফোরণের ঘটনায় প্রধানের বাড়ির টিনের চালা উড়ে গিয়েছে বলে জানা যায়। যদিও হতাহতের কোন ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে ব্যাগভর্তি বোমা উদ্ধার হয়েছে বলে খবর মিলেছে।
ঘটনার পর রাতেই সেখানে পৌঁছায় রানীনগর থানার বিশাল পুলিশ বাহিনী। খোদ পঞ্চায়েত প্রধানের বাড়ির পিছনে বোমা বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য এক জনকে আটক করেছে পুলিশ।
বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে পঞ্চায়েত প্রধানের স্বামী বলেন, “আমি ১১টার সময় বাড়িতে ঢুকে ফোন ঘাটছিলাম। হঠাৎ দেখি বিকট শব্দ। একদম আমাদের বাড়ির পেছনে বোমা পড়েছে। এরপরেই সেখানে গিয়ে দেখি দুজন পালিয়ে গেল।” তার দাবি, “বিস্ফোরণের কাজ আমার বাবা ছাড়া কেউ করেনি। উনি সিপিএম ও কংগ্রেসের সাথে হাত মিলিয়ে এসব করেছে। সব আমাদের সরানোর পরিকল্পনা।”
প্রসঙ্গত, গতকালও পূর্ব বর্ধমান সহ আসানসোলের কুলটি থেকে বোমা উদ্ধার করা হয়েছে। পঞ্চায়েত ভোট পূর্বে একের পর এক রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বোমা উদ্ধারের ঘটনায় যথেষ্টই আতঙ্কে বঙ্গবাসী। ভয়ের বাতাবরণ সর্বত্র।