বাংলাহান্ট ডেস্ক : কদিন আগেই খবরের শিরোনামে উঠে এসেছিল একটি অঞ্চলে একাধিক বোমা বাঁধার খবর। কিন্তু এবার বোমা বাঁধা নয়, বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেলো। এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) বাসন্তীর তিতকুমার গ্রামের ভারতী মোড় অঞ্চলে। এর ফলে ওই অঞ্চলে চরম অশান্তির সৃষ্টি হয়েছে। এই বিস্ফোরণের ফলে একজন সঙ্গে সঙ্গেই মারা গেছেন বলে দাবি গ্রামবাসীদের এবং বাকিদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে।
স্থানীয় সূত্রে আরও জানানো হয়েছে যে, এই তিনজন এক সাথে ওই অঞ্চলে বোমা বাঁধার কাজ করছিলেন। হঠাৎ করে বোমা বিস্ফোরণের আওয়াজ হওয়ায় স্থানীয়রা যখন সেই স্থানে পৌঁছন। তারপরেই তারা দেখেন যে, আহত ও নিহত ব্যক্তিদের দেহ এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে আছে। এলাকার বাসিন্দারা তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
ঘটনার খবর চাউর হতেই এলাকায় পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। কিন্তু এর পিছনে কোনো রাজনৈতিক দলের হাত আছে কীনা তা আপাতত স্পষ্ট নয়। অন্যদিকে, বোমাবাজির ঘটনা ঘটে ক্যানিং থানার গোলাবাড়ি বাজার এলাকায়।
জানা গিয়েছে, স্থানীয় ব্লক সভাপতি শানু এবং ইটখোলা অঞ্চল উপপ্রধান খতিব সর্দারের অনুগামীদের মধ্যে বোমাবাজি শুরু হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে আটক করেছে পুলিশ। এই দু’টি ঘটনার নেপথ্যে বিজেপি রয়েছে বলেই দাবি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, “বাংলা বোমা, বারুদের জায়গা নয়। তৃণমূল কংগ্রেস হিংসায় বিশ্বাসী নয়।”