ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মদন মিত্রের কামারহাটি এলাকা, গুরুতর আহত ২

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগেই ফের একবার ঘটল বিস্ফোরণের (Bomb blast) ঘটনা। এবার কলকাতা থেকে অদূরে কামারহাটিতে (Kamarhati)। পানিহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ। জানা গিয়েছে, স্থানীয়রা আচমকাই বিকট আওয়াজ শুনতে পান স্থানীয় এক গ্যাস ফিলিংয়ের (Gas filling) দোকান থেকে। ঘটনাস্থলে পৌঁছে তারা দেখেন যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, এই ভয়াবহ বিস্ফোরণের জেরে দুজন গুরুতরভাবে জখম (Injured) হয়েছেন। সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে (Sagar Dutta Medical College and Hospital) নিয়ে যাওয়া হয়েছে আহতদের। তবে ঠিক কিভাবে বিস্ফোরণ হল সেই ব্যাপারে কোন নির্দিষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, যে দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে গ্যাস ফিলিং এর কাজ করা হয়। ফলে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে সেইখান থেকে।

সূত্রের খবর, বিরাট পুলিশ বাহিনী ঘটনার খবর পেয়ে পৌঁছায় ঘটনাস্থলে। এই ঘটনাটি ঘটেছে খড়দহ এবং কামারহাটি থানার সংযোগস্থলে। স্থানীয় বিধায়ক মদন মিত্র বলেছেন, “আমি খবর পেয়েছি। আমি ঘটনাস্থলে যাব। হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের।” প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, একটি বিকট বিস্ফোরণের শব্দ তারা শুনতে পান মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ।

Kamarhati bomb blast

এলাকাবাসীর বয়ান অনুযায়ী জানা যায় যে, গোটা এলাকা বিস্ফোরণের শব্দে কার্যত কেঁপে ওঠে। একটি গ্যাস ফিলিং এর দোকানের এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন দুজন। কিন্তু ঠিক কি কারণে এই বিস্ফোরণ সেই ব্যাপারে স্থানীয়রা কিছু বলতে পারেননি। পুলিশের অনুমান সিলিন্ডার থেকে ঘটতে পারে এই বিস্ফোরণের ঘটনা। ইতিমধ্যেই পুলিস এই ঘটনার তদন্ত শুরু করেছে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X