এগরার পর রঘুনাথগঞ্জ! ফের বিস্ফোরণ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি ছাদে, উড়ে গেল ছেলের হাত

বাংলা হান্ট ডেস্ক : দুদিন আগেই ভয়ংকর বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের এগরা (Egra Bomb Blast)। বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ চলে গেছে ৯ জনের। ঘটনার তদন্ত করছে সিআইডি (CID)। এরইমধ্যে রাজ্য জুড়ে বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তল্লাশি চালাচ্ছে পুলিস। উদ্ধার হচ্ছে প্রচুর নিষিদ্ধ বাজি।

এরইমধ্যে আবারও বিস্ফোরণ ঘটল মুর্শিদাবাদে। এক তৃণমূলের পঞ্চায়েত সদস্যর বাড়িতে বিস্ফোরণে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জে। ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে সহ ঘটনায় আহত দুই। জানা যাচ্ছে, পঞ্চায়েত সদস্যের ছেলের একটি হাত উড়ে গেছে বোমার আঘাতে।

   

tmc murshidabad

কী ঘটেছে এদিন? বৃহস্পতিবার দুপুরে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত গঙ্গাপ্রসাদ এলাকায় ঘটনাটি ঘটেছে দুপুর সাড়ে ১২টা নাগাদ। স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, এদিন দুপুরে আচমকা তাঁরা বিকট শব্দ শুনতে পান। কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তেই বোঝা যায় বিস্ফোরণটি ঘটেছে স্থানীয় পঞ্চায়েত সদস্য জামুরুদ্দিন শেখের বাড়ির ছাদে বিস্ফোরণ ঘটেছে। আহত হয়েছেন ওই পঞ্চায়েত সদস্যের ছেলে কবির শেখ (১৭) ও নাতি সামাদ শেখ (৪)। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, বিস্ফোরণের পর স্থানটিকে ঢেকে দেওয়ার চেষ্টাও করা হয়েছে। কিন্তু, ওই জায়গায় মজুত থাকা বোমা থেকেই ঘটেছে বিস্ফোরণ।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমরা সবাই বাড়িতে ছিলাম। খাওয়া-দাওয়া করছিলাম। আচমকা সাড়ে ১২টা নাগাদ একটা বিকট শব্দ শোনা যায়। আওয়াজ শুনে দৌড়ে আসি। দেখি ওদের বাড়িতেই বিস্ফোরণটা ঘটেছে। সবাই ছাদে উঠে কিসে যেন জল দিচ্ছে। তারপর জায়গাটা ঢেকেও দেওয়া হয়। যাঁদের বাড়িতে এ ঘটনা ঘটেছে সেই জামুরুদ্দিন পঞ্চায়েতের সদস্য।’

ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে কংগ্রেস। শাসকদলকে এক হাত নিয়ে এলাকার কংগ্রেস নেতা হাসানুজ্জমান বলেন, ‘গোটা বাংলা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। এগরায় ঘটনায় তা প্রমাণ হয়ে গিয়েছে। এসব বোমাই পঞ্চায়েতে অশান্তি পাকানোর জন্য মজুত করা হচ্ছিল।’ পাল্টা বিরোধীদের জবাব দিয়েছে তৃণমূলও। তৃণমূল নেতা মহম্মদ শোহরাব বলেন, ‘বিরোধীদের কাজই হচ্ছে অভিযোগ করা। ওদের পায়ের তলায় মাটি নেই তাই যা ইচ্ছা বলছে। আসলে বিস্ফোরণ কী কারণে ঘটেছে তা প্রশাসন তদন্ত করে দেখবে।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর