তাজা বোমা উদ্ধার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সামান্য দূরেই! উত্তেজনা ছড়িয়ে পড়ল ভাটপাড়ায়

বাংলাহান্ট ডেস্ক : কৌটো বোমা উদ্ধার হল মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র থেকে ঢিল ছোঁড়া দূরত্বে। উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার একটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র থেকে ১০০ মিটারের মধ্যে এই তাজা বোমা উদ্ধার হয়েছে। মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা চলছিল ভাটপাড়ার সু্ন্দিয়া হাই স্কুলে। সেই সময় পুলিশের পক্ষ থেকে উদ্ধার করা হয় বোমাগুলি।

কে বা কারা কোন উদ্দেশ্যে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র থেকে সামান্য দূরত্বে এই বোমাগুলি মজুত করেছিল, সেই বিষয়টি পুলিশ খতিয়ে দেখতে শুরু করেছে।মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা চলাকালীন এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবক থেকে ভাটপাড়ার সুন্দিয়াপাড়ার বাসিন্দারা। এরপর পুলিশের কাছে খবর গেলে পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে নিয়ে যায় বোমাগুলি। 

আরোও পড়ুন : দ্বিতীয় দিনেও ফাঁস মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইংরেজি পেপার

পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচটি কৌটো বোমা উদ্ধার করা হয়েছে। এলাকার সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে সেই দৃশ্য। এলাকাবাসীর আশঙ্কা করছেন, যদি বিষয়টি তারা টের না পেতেন, তাহলে ঘটে যেতে পারত বড় কোনও বিপদ। যদিও এখনো পুলিশের কাছে পরিষ্কার নয় কে বা কারা এই বোমাগুলি এখানে মজুত করেছিল।

madhyamik exam

স্থানীয় কাউন্সিলর সত্যেন রায় বলেছেন, ‘‘মাধ্যমিক পরীক্ষা চলছে। তার মধ্যে এলাকায় কে এ ভাবে এত বোমা রেখে গেল! দুষ্কৃতীদের ধরতে পুলিশ কড়া মনোভাব নিক।’’ তবে কী কারণে ওই এলাকায়  বোমা রেখে যাওয়া হল, এর পিছনে বড় কোনও অভিসন্ধী রয়েছে কিনা, তা  খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এলাকায় আপাতত পুলিশ মোতায়েন রয়েছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর