গুয়াহাটিতে উদ্ধার দুটি আইডি বোমা, এখনও অব্দি গ্রেফতার ১

Published On:

কাজের সুত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশ  এবং বিদেশ ভ্রমন লেগেই থাকে। কিছুদিন আগেও তিনি কোলকাতা এসেছিলেন। সেই সময় গোটা কলকাতা এনআরসি নিয়ে সরব ছিলো। রাজের অনেক মানুষ সেখানে তাকে গো ব্যাক স্লোগান দেয়। এখানেই থেমে তাকেনি নিরাপত্তা ব্যবস্তাও তিন গুন বাড়িয়ে দেওয়া হয়েছিলো । সব মিল্যে তিনি কলকাতা এসে মমতার সাথে দেখা করেন এবন অনুস্থানে অংশগ্রহন করেন।

কিন্তু আজ গুয়াহাটি কাজের সুত্রে যাওয়ার কথা ছিলো নরেন্দ্র মোদীর, তার আগেই সেখান থেকে উদ্ধার হয়েছে বোমা। আজ দুপুরে কোকরাঝাড়ের এক জনসভায় বক্তব্য রাখতে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জানা গিয়েছে বোমা দুটি আইডি বোমা ছিলো। বৃহস্পতিবারই উদ্ধার করা হয় বোমা দুটি। পৃথক জায়গায় প্লাস্টিকের মধ্যে ছিল এই দুটি  আইইডি বোমা। গুয়াহাটির পানবাজার ও পল্টন বাজার থেকে  গতকাল সকালে উদ্ধার হয় এই বোমা দুটি।

 

আর এই বোমা উদ্ধারের ঘটনায় এখনও অব্দি  গ্রেফতার হয়েছে ১ জন । বোমা দুটিতেই টাইমার লাগানো ছিল। প্রধানমন্ত্রীর সফরের দিন অর্থাৎ শুক্রবার সকালে বোমা দুটি বিস্ফোরণ ঘটানোর কথা ছিল  বলে জানা গিয়েছে। কিন্তু কারা এমন করলো সেই নিয়ে দেখা দিয়েছে সন্দেহ । পাশাপাশি কি কারনে তারা এমন করতে চেয়েছিলো , তাদের উদ্দেশ্য কি ছিলো সেই নিয়ে দেখা দিয়েছে একাধিক প্রশ্ন । ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ । তারা জানিয়েছে যে এই কাজের পেছনে নিসচই কোন জঙ্গি আচে।

আবার অন্যদিকে উলফা স্বাধীন জঙ্গি গোষ্ঠীর তরফেই বোমা দুটি রাখা হয়েছিল কিনা সেই নিয়েও দেখা দিয়েছে সন্দেহ। সব মিলিয়ে এখন কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে গুয়াহাটি।  কিছুদিন আগেই এনআরসি নিয়ে বেস উত্তপ্ত হয়ে পড়েছিলো আসাম। আসামের আমজনতা এই নিয়ে নানান সমস্যার মধ্যে দিয়ে  এক একটা দিন কাটাচ্চিলেন । আর এখন আগের তুলনায় পরিস্থিতি একটূ স্বাভাবিক হয়েছে বলে জানা গিয়েছে।

X