পঞ্চায়েত ভোটের আগে প্রাথমিক বিদ্যালয়ে বোমাতঙ্ক! ব্যান্ডেলে স্কুল মাঠ থেকে উদ্ধার ৩টি তাজা বোমা

বাংলা হান্ট ডেস্কঃ এবার কি তবে শিক্ষাঙ্গণেও দুষ্কৃতীরাজ? একদিকে পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বোমা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই সরগরম রাজ্য-রাজনীতি। অন্যদিকে এই বোমাতঙ্কের মাঝেই হুগলির ব্যান্ডেলের প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে উদ্ধার তাজা বোমা।

ঘটনাটি সোমবার সকালের, হুগলির ব্যান্ডেলের (Bandel) নলডাঙা নারায়ণপুর প্রাইমারি স্কুলের।সূত্রের খবর প্রথমে সেখানের স্থানীয় বাসিন্দরা মাঠে তিনটি বোমা পড়ে থাকতে দেখেন। এরপরই তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং বোমাগুলি নিষ্ক্রিয় করার ব্যবস্থা গ্রহণ করে ।

স্থানীয় সূত্রে খবর , “প্রাতঃভ্রমণ সেরে ফেরার সময় সেখানের কিছু মানুষ স্কুলের মাঠের সামনে বোমা পড়ে থাকতে দেখে। তারপরই ছড়ায় আতঙ্ক। স্থানীয়দের দাবি শিশুরা বল ভেবে বোমা গুলিতে হাত দিলে বড়োসড়ো বিপদ হতে পারত।”

গত কিছুদিন ধরেই বঙ্গে একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এরই মধ্যে এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্কুলপড়ুয়া সহ তাদের অভিভাবকগণ।

ঘটনা প্রসঙ্গে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, “স্কুলের মাঠ থেকে বোমা উদ্ধারের সত্যতা জানিনা। সমাজবিরোধীদের বিরুদ্ধে প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে। বোমার মাধ্যমে কীভাবে সকলকে ভয় দেখানো যায়, সেই চেষ্টাই চলছে।” অন্যদিকে রাজ্যে ক্রমশঃ বোমাতঙ্ক জোরালো হওয়ার ঘটনায় শাসক শিবিরকে বিধতে দেরী করেনি রাজ্যের বিরোধী দলগুলো। অভিযোগ, পাল্টা- অভিযোগ! তবে এসবের মাঝে নিজেদের সামান্য নিরাপত্তার কথা ভেবে মাথায় হাত সাধারণ মানুষের ।বিদ্যালয় থেকে বোমা উদ্ধারের পর কীভাবে নিশ্চিন্তে শিশুদের পঠন-পাঠনে পাঠাবেন সেই ভেবেও চিন্তার ভাঁজ অভিবাবকদের কপালে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর