এসএসকেএম হাসপাতালে বোমা রাখার হুমকি! তদন্ত করতেই যা বেরিয়ে এল … তোলপাড়!

বাংলা হান্ট ডেস্কঃ রোজ অগুনতি মানুষ চিকিৎসা করাতে আসেন এসএসকেএম হাসপাতালে (SSKM  Hospital)। শহর কলকাতা তো বটেই, পার্শ্ববর্তী অঞ্চল থেকেও অনেকে আসেন এখানে। দূরদূরান্ত থেকেও বহু রোগীকে ছুটে আসতে দেখা যায়। এবার সেই হাসপাতালেই বোমাতঙ্ক (Bomb Threat)! ইমেল মারফৎ হুমকি দেওয়া হয়েছে বলে খবর।

মঙ্গলবার দুপুরে আচমকাই SSKM হাসপাতালে বোমাতঙ্কের খবর সামনে আসে। জানা যায়, ইমেল মারফৎ সেই হুমকি পাঠানো হয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হয় বম্ব স্কোয়াড। শুধু হয় চিরুনি তল্লাশি। তবে গোটা প্রক্রিয়ায় চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়নি বলে খবর।

এদিন SSKM হাসপাতালে অ্যাকাডেমিক ভবনে বোমা রয়েছে বলে হুমকি দেওয়া হয়। শহর কলকাতার (Kolkata) এই হাসপাতালের পাশাপাশি রাজ্যের আরও বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা রাখার হুমকি দিয়ে মেল এসেছে বলে পুলিশ সূত্রে খবর। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ উপনির্বাচনেও প্রার্থী না-পসন্দ! হঠাৎ পদত্যাগ করলেন BJP নেতা, তোলপাড় রাজ্য

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, হুমকি মেলে মঙ্গলবার সকালের মধ্যে হাসপাতালে বিস্ফোরণ ঘটানোর কথা বলা হয়েছে। গোটা দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে সেই মেলে। পুলিশের তরফ থেকে পরে জানানো হয়, KNR নামক একটি সংগঠনের তরফ থেকে এমন ভুয়ো মেল পাঠানো হয়েছে। যদিও কোথাও বোমা পাওয়া যায়নি।

এদিন বোমা মেলের খবর সামনে আসতেই SSKM হাসপাতালে হাজির হয় বম্ব ডিসপোজাল স্কোয়াড। সেই সঙ্গেই ভবানীপুর থানার পুলিশ আধিকারিকরাও উপস্থিত হন সেখানে। যে আইপি অ্যাড্রেস থেকে হুমকি মেল এসেছে সেটিকে চেক করা হচ্ছে বলে খবর। কোনও রকম উড়ো হুমকির জন্য এই মেল পাঠানো হয়েছে কিনা সেই বিষয়টিকেও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নেমে পড়েছে কলকাতা পুলিশের সাইবার সেল।

SSKM Hospital

উল্লেখ্য, এই প্রথম নয়, গত এপ্রিল মাসেই মহানগরীর বেশ কয়েকটি নামি বিদ্যালয়ে বোমা রাখার হুমকি মেল এসেছিল। সেবারও পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল, চিন্তার কিছু নেই। তবে সেই ঘটনার রেশ একটু কমতেই ফের বোমা রাখার মেল পাঠানো হল। কেন বারবার এমনটা হচ্ছে? এর নেপথ্যে কি কোনও গ্যাং রয়েছে? আপাতত সেটাই তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর