বাংলা হান্ট ডেস্ক : ভারত-পাকিস্তানের (India-Pakistan) শত্রুতার গল্প তো আজকের নতুন নয়। তবুও মাঝে একটা সময় ছিল যখন দুই দেশের তারকারা মিলেমিশে কাজ করতেন। ভারতীয় তারকারা যেতেন পাকিস্তানে এবং পাকিস্তানের তারকারা আসতেন ভারতে। তবে ২০১৬ সালের উরি হামলার পর থেকেই পাকিস্তানি শিল্পীদেরও ব্যান (Banned) করে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)-। এমনকি এই নিয়ে বোম্বে হাইকোর্টে (Bombay Highcourt) কেস অবধি হয়।
উরি হামলার পরই পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞার দাবিতে বোম্বে হাইকোর্টে আবেদন করেন এক সিনেকর্মী, যার শুনানি হয়েছে গত মঙ্গলবার। এই শুনানিতে যে রায় দেওয়া হয়েছে তা সত্যিই অবাক করার মত। কারণ বোম্বে হাইকোর্ট জানিয়েছে, ভারত-পাকিস্তানের দ্বন্দের মাঝে শিল্পীদের টানাহেঁচড়া করা উচিত নয়। এবং পাকিস্তানি তারকাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথাও বলেছে বম্বে হাইকোর্ট।
উল্লেখ্য, আবেদনকারী, যিনি একজন সিনেকর্মী, তিনি পাকিস্তানি শিল্পীদের ভিসা বন্ধ করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রক, বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন করেছিলেন। সেই পিটিশন খারিজ করে দিল বিচারপতি সুনীল বি শুক্রে এবং বিচারপতি ফিরদৌস পি পুনিওয়াল্লার ডিভিশন বেঞ্চ। আদালতের স্পষ্ট রায়, ‘শিল্প-সংস্কৃতির মাধ্যমে সৌহার্দ্য বাড়ানোর প্রয়াস, শান্তিরক্ষার চেষ্টা এবং একতার পরিবেশ বজায় রাখা উচিত’।
আরও পড়ুন : ‘টাইগার থ্রি’ হতে চলেছে বলিউডের সবথেকে বড় বাজেটের ছবি! পারিশ্রমিকে বড় দাঁও মারলেন সলমন
এইদিন বিচারপতিরা উদাহরণ টেনে আনেন পাক ক্রিকেট দল ও বিসিআই-এর। তারা বলেন, ‘এটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ’। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের প্রশংসা করে বিচারপতিরা সংবিধানের ৫১ নম্বর ধারায় আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা বজায় রাখার যে কথা বলে হয়েছে তা উল্লেখ করেন।
আরও পড়ুন : ধর্ম-অধর্মের লড়াই তুলে ধরতে চান বিবেক! অন্য পথে হেঁটে তৈরি করছেন ‘মহাভারত’
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালে পুলওয়ামা হামলার পর ভারতে পাক শিল্পীদের কাজ করবার উপর সম্পূর্নরূপে নিষেধাজ্ঞা জারি করে বলিউড। এই বিষয়ে লিখিত নোটিশ জারি করে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। যদিও ভারত সরকার সরাসরি এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি। তাই এই বিষয়ে আইনি প্রতিবন্ধকতা কোনোদিনই ছিলনা। এখন দেখা যাক, আবারও ভারতে মাহিরা খান, আতিফ আসলামদের জাদু দেখা যায় কি না!