হালিশহরে তৃণমূলের ভাইস চেয়ারম্যানের বাড়িতে পড়ল বোমা! আতঙ্কে এলাকাবাসী

বাংলাহান্ট ডেস্ক : গতকালই বোমাবাজি ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাটপাড়া। তার চব্বিশ ঘন্টার মধ্যেই এবার উত্তপ্ত ভাটপাড়া সংলগ্ন হালিশহর। এবার বোমাবাজি হল খোদ পৌরসভার ভাইস চেয়ারম্যানের বাড়ির সামনেই। বুধবার সাত সক্কালে বোমাবাজি চলল হালিশহর ১০ নম্বর ওয়ার্ডের ভাইস চেয়ারম্যান শুভঙ্কর ঘোষের বাড়িতে। সেই সময় বাড়িতেই ছিলেন ওই তৃণমূল নেতা। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য এলাকায়।

জানা যাচ্ছে, এদিন ভোর চারটে নাগাদ বিকট শব্দ হয় ওই তৃণমূল নেতার বাড়ির সামনে। সেই সময় বিষয়টি আন্দাজ করে ঘরের বাইরে বেরোননি শুভঙ্কর। এর কিছুক্ষণ পর গিয়ে তিনি দেওয়ালে বোমার আঘাতের চিহ্ন দেখতে পান। পাওয়া যায় বোমার সুতলিও। ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর পাশের আত্মীয়ের বাড়িও। অভিযোগ একটিই বোমা ছুঁড়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা। ঘটনার পিছনে স্থানীয় এক তোলাবাজের হাত থাকতে পারে বলেই মনে করছেন ওই তৃণমূল নেতা।

   

এই ঘটনার পিছনে অভিযুক্ত হিসাবে উঠে আসছে স্থানীয় এক যুবক অমিতের নাম। এলাকায় তোলাবাজি করেন তিনি। সম্প্রতি এক ব্যবসায়ীর কাছ থেকে তোলা তুলতে গেলে তার প্রতিবাদ করেছিলেন শুভঙ্কর ঘোষ। তার প্রতিশোধ নিতেই এই বোমাবাজি বলেই মনে করছেন তিনি।

তৃণমূল নেতা বলেন,’ এই ওয়ার্ডে গত ৫-৬ বছর ধরে এই ঘটনাগুলো ঘটছে। শেষ দুবছর একটু শান্ত ছিল। যেহেতু আমি তৃণমূল করি, এলাকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, সেখানে অমিত সরকার নামে এক দুষ্কৃতী রয়েছে, তার সেটা পছন্দ নয়। বীজপুর থানায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এলাকায় তোলাবাজি করে।’ উল্লেখ্য, এবার বিজেপি প্রার্থী হয়েছিলেন অভিযুক্ত যুবকের দাদা। কিন্তু অভিযুক্ত অমিত কোনও রাজনৈতিক দলই করেন না। ফলে সেই দিক থেকে তৃণমূলের তরফে অভিযোগ তোলা হচ্ছে বিজেপির দিকেই। যদিও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি বিজেপি।
প্রসঙ্গত, এর আগেও বহুবার শুভঙ্কর ঘোষের বাড়িতে বোমাবাজি হয়েছে বলেই সূত্র মারফত খবর। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর