বক্স বাজানোকে কেন্দ্র করে রণক্ষেত্র অর্জুন গড় ভাটপাড়া! ব্যাপক বোমাবাজিতে জখম ৪

বাংলা হান্ট ডেস্কঃ বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে ফের একবার রণক্ষেত্র ভাটপাড়া (Bhatpara)। সাম্প্রতিক সময়ে একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনায় তোলপাড় গোটা বাংলা। সেই ধারা বজায় রেখে ফের একবার অশান্ত হয়ে উঠল ভাটপাড়া পুরসভা অন্তর্গত ১৭ নম্বর ওয়ার্ডের মোমিনপাড়া এলাকা।

পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তার পূর্বে বাংলার বিভিন্ন প্রান্তে বোমা উদ্ধার এবং বোমা বিস্ফোরণের ঘটনায় সরগরম রয়েছে পরিস্থিতি। সেই ধারা বজায় রেখে ফের একবার বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভাটপাড়া এলাকায়। ঘটনায় জখম মোট ৪। তাদেরকে ইতিমধ্যে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।

সূত্রের খবর, একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানকে কেন্দ্র করে শুরু হয় অশান্তি। উক্ত অনুষ্ঠানে জোর শব্দে বক্স বাজানোকে কেন্দ্র করে অতিষ্ঠ হয়ে ওঠে স্থানীয় এলাকাবাসীরা। পরবর্তীতে তারা সেখানে উপস্থিত হয়ে বক্সের আওয়াজ কমাতে বললেও তাতে কোন লাভ হয়নি। বরং আচমকাই উদ্যোক্তার তরফ থেকে কয়েকজনকে ডেকে আনা হয় এবং পরবর্তীতে তাদের দ্বারা বোমাবাজি করা হয় বলে অভিযোগ।

এ ঘটনায় মোট চারজন জখম হন। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি এবং আহত ব্যক্তিদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পাওয়া মাত্রই মোমিনপুর এলাকায় এসে পৌঁছায় পুলিশ। এলাকার পরিস্থিতি শান্ত করার পাশাপাশি ইতিমধ্যেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে তারা।

bomb 3

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুর, বীরভূমের নলহাটির পাশাপাশি অন্যান্য একাধিক স্থান থেকে বোমা উদ্ধার এবং বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য তুঙ্গে। সম্প্রতি, বোমা বিস্ফোরণের কয়েকটি ঘটনায় তৃণমূল কংগ্রেস কর্মীর পাশাপাশি নাবালক এবং শিশুদেরও প্রাণ গিয়েছে। পঞ্চায়েত ভোটের পূর্বে এ সকল ঘটনার মোকাবিলা কি করে করা হবে, তা নিয়ে চিন্তিত প্রশাসন।


Sayan Das

সম্পর্কিত খবর