অর্জুনের বাড়ির সামনে বোমাবাজি! দোষীদের শাস্তি ঘোষণা করল আদালত! জোর শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি (BJP) নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh) বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল জগদ্দল। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়। এবার এই ঘটনাতেই দু’জন দোষীর শাস্তি ঘোষণা করল কলকাতার নগর দায়রা আদালত। এরপরেই এই নিয়ে মুখ খোলেন পদ্ম নেতা।

দোষীদের সাজা ঘোষণার পর কী বললেন অর্জুন (Arjun Singh)?

২০২১ সালের ৮ সেপ্টেম্বর এই বোমাবাজির ঘটনা ঘটেছিল। সেই সময় ব্যারাকপুরের সাংসদ ছিলেন অর্জুন সিং। তাঁর বাড়ি মজদুর ভবনের গেটে বোমাবাজির ঘটনা ঘটে। তদন্ত শুরু হওয়ার পর আরিফ আখতার নামের একজন যুবক সহ এক কিশোরকে গ্রেফতার করেছিল জগদ্দল থানার পুলিশ। পরবর্তীতে তদন্তভার যায় এনআইএ-র (NIA) হাতে।

সেই সময় রাহুল পাসি নামের আরেক যুবককে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই বছরের ডিসেম্বর মাসে চার্জশিট জমা পড়ে। বিগত প্রায় সাড়ে তিন বছর ধরে এই মামলা চলছিল। অবশেষে শনিবার দোষীদের শাস্তি ঘোষণা করলেন কলকাতার নগর দায়রা আদালতের বিচারক।

আরও পড়ুনঃ ‘অপদার্থতার প্রতিযোগিতা হলে গোল্ড মেডেল পেতেন মমতা’! ঝাঁঝালো আক্রমণ সুকান্ত মজুমদারের

বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় দু’জন দোষীকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গেই দুই দোষীকে ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৬ মাস শাস্তি হবে। আদালত সূত্রে এমনটাই জানা গিয়েছে।

Arjun Singh

এদিকে দোষীদের শাস্তি ঘোষণা হতেই এই নিয়ে মুখ খোলেন অর্জুন সিং (Arjun Singh)। রবিবার এনআইএ তদন্ত নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সাংসদ থাকাকালীন তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের ছেলের দলবল বোমাবাজির ঘটনা ঘটিয়েছিল। কয়েক মাস আগে সে ফের একই কাণ্ড ঘটিয়েছে। এই নিয়ে আবারও এনআইএ তদন্ত চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর