ঘাটালে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আহত বিজেপি বিধায়ক ভর্তি হাসপাতালে

বাংলাহান্ট ডেস্কঃ তৃণমূলের (tmc) বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠল ঘাটালে (Ghatal)। বিজেপি (BJP) বিধায়ক শীতল কপাটকে (Sital Kapat) লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছে। সেইসঙ্গে বেশকয়েকজন বিজেপি কর্মীও আহত হয়েছে বলে খবর। অভিযোগ দায়ের করেছে বিজেপি শিবির।

ভোট পরবর্তীতে ছড়িয়ে পড়া হিংসাত্মক পরিস্থিতিতে বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন। এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে উঠলেও, শাসক দল তা মানতে নারাজ। রাজনৈতিক টানাপড়েনের জেরে বাংলার বিভিন্ন জায়গায় এখনও হিংসাত্মক পরিস্থিতি বিরাজ করছে।

njnvlnvlsnvs

এরই মধ্যে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে, শুক্রবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের ৩ নম্বর অঞ্চলের বাগানালা গ্রামে গিয়েছিলেন বিধায়ক শীতল কপাট (Sital Kapat)। অভিযোগ উঠেছে, তিনি সেখানে যেতেই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়েন।

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছিয়ে পরিস্থিতি সামাল দেয়। বোমার আঘাতে গুরুতর জখম হন বিধায়ক শীতল কপাট। তাঁকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সঙ্গে আহত হন বেশ কয়েকজন বিজেপি কর্মীও। তাদের ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর