BJP নেতার বাড়িতে বোম ছুঁড়ল দুষ্কৃতিরা! তুলকালাম হাওড়ার জগদীশপুর

বাংলা হান্ট ডেস্ক : ফের উত্তপ্ত হাওড়া (Howrah)। বিজেপির সহ সভাপতি (BJP vice-president) গোবিন্দ হাজরার বাড়িতে বোমা মারার (bombed) অভিযোগে তোলপাড় এলাকা। তিনি অভিযোগ জানিয়ে বলেন জানান, মঙ্গলবার রাতে মোটরবাইকে করে আসা দুই দুষ্কৃতী তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। সিসিটিভিতেও ফুটেজেও দেখা যাচ্ছে সেই ছবি।

বিজেপির অভিযোগ, বাড়ি লক্ষ্য করে দুটি বোমা মারা হয়। বাড়ির সামনেও নাকি পড়ে ছিল দুটি বোমা। বিজেপি কর্মীরাই জল ঢেলে বোমাগুলি নিষ্ক্রিয় করে ফেলে। খবর পেয়ে তদন্ত শুরু করে লিলুয়া থানার পুলিস। প্রশাসনিক সূত্রে খবর, কোনও লিখিত অভিযোগ এখনও পর্যন্ত আসেনি। তবে তদন্ত শুরু চলছে। বোমা গুলো আসল কিনা তাই খতিয়ে দেখা হচ্ছে।

গত বিধানসভা নির্বাচনের আগে গোবিন্দ হাজরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এরপর দীর্ঘদিন তিনি এলাকাছাড়া ছিলেন। তাঁর দাবি নিরাপত্তার অভাববোধ করাতেই বাড়ি ফিরছিলেন না তিনি। আদালতের নির্দেশে গত সপ্তাহে তিনি জগদীশপুরের বাড়িতে আসেন। পুলিসি প্রহরা থাকলেও তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন। বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ায় সেই আতঙ্ক আরও বৃদ্ধি পেল বলেই দাবি ওই বিজেপি নেতার।

givinda

বিজেপি হাওড়া সদরের সভাপতি মনমোহন ভট্টাচার্য বলেন, ‘গোবিন্দ হাজরার ওপর বারবার আক্রমণ হচ্ছে। শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালাচ্ছে। পুলিস এরপরও ব্যবস্থা না নিলে এবার আন্দোলনে নামতে হবে। তবে তৃণমূল যুব হাওড়া সদরের সভাপতি কৈলাশ মিশ্রর দাবি, এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয়। তিনি বলেন, ‘এটা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের জের। আর বিজেপির কোনও অস্তিত্ব নেই। তাই তাদের আন্দোলনেও কিছু যায় আসে না।’

দীর্ঘ ১৮ বছর পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরা। তিনি যে শুধু জমি বা সম্পত্তিই দখল করেছিলেন তা নয়। নিজস্ব ‘গুন্ডাবাহিনী’ও তৈরি করেছিলেন একটা সময়। যাদের নানা অসামাজিক কাজে লাগানো হত। এই নিয়ে অসন্তোষ ছিল বাহিনীর অন্দরেই। কিন্তু ভয়ে কেউ মুখ খুলতেন না। পুলিসের কাছে অভিযোগ জানালে আগে সেই খবর পৌঁছত গোবিন্দের কাছে। অত্যাচার আর হুমকির মুখে পড়তে হত খোদ অভিযোগকারীকেই। সেই গোবিন্দর বাড়িতেই এবার বম পড়তে থমথমে জগদীশপুর।

Sudipto

সম্পর্কিত খবর