কেরলের RSS দফতরে বোমা হামলা, আতঙ্কে এলাকাবাসী!

বাংলাহান্ট ডেস্ক : সকাল বেলাতেই প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো কেরলের আরএসএস কার্যালয় (RSS)। ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। মঙ্গলবার সকালেই কেরলের কান্নুর জেলার পায়ান্নুরে অবস্থিত আরএসএস কার্যালয়ে বোমা হামলা নিয়ে বেশ চিন্তিত সংঘ পরিবার। প্রবল বিস্ফোরণের জেরে ভেঙে গেছে দফতরের জানালার কাঁচ। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পায়ান্নুর পুলিশ।

সিপিআইএম-এর নেতৃত্বে কেরলে টানা দুবার ক্ষমতা দখল করেছে এলডিএফ (LDF) সরকার। গোটা দেশে একমাত্র এই রাজ্যেই বামপন্থীরা সরকারে রয়েছে। প্রধান বিরোধী দলের আসনে কংগ্রেসের নেতৃত্বে ইউডিএফ (UDF) জোট। কেরলে অনেকটাই পিছিয়ে বিজেপি। হায়দরাবাদে আয়োজিত বিজেপির জাতীয় স্তরের বৈঠক থেকে কেরল ও পশ্চিমবঙ্গে সংগঠনের কর্মীরা আক্রান্ত বলে উল্লেখ করা হয়েছে একাধিকবার।

তবে আজকের বোমা হামলার ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই প্রসঙ্গে  বিজেপি নেতা টম ভাদাক্কান বলেন, ‘এটি খুবই মর্মান্তিক এবং দুর্ভাগ্যজনক। আইনশৃঙ্খলার পরিস্থিতি খুবই খারাপ এ রাজ্যে। সামাজিক সংগঠনগুলিতেও বোমা পড়ছে। এটি সভ্য সমাজে একেবারেই গ্রহণযোগ্য নয়। এর আগেও একাধিক বার আরএসএস কর্মীদের উপর হামলা হয়েছে। পুলিশ এবং রাজ্য প্রশাসনই এই অবস্থার জন্য দায়ি। কেরলের জনগণ বেশিদিন এই অন্যায় মেনে নেবে না।’

Untitled design 24 4

থানার একদম কাছেই ঘটেছে এই ঘটনা। তাই টম ভাদাক্কান বলেন, ‘পুলিশের ভূমিকা খুবই হতাশাজনক। কান্নুরের মতো একটি সংবেদনশীল জেলায় অফিসগুলিকে বিশেষভাবে সুরক্ষিত করা উচিত ছিল। কিন্তু তা করা হয়নি। রাজ্যের কোনও রাজনৈতিক অফিসের ক্ষতি হলে তার জন্য কেরল সরকারকেই দায়ি করা হবে।’ বাম শাসিত কেরলে আরএসএস (RSS) অফিসে হামলা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গেছে।যদিও কোন উদ্দেশ্যে এই হামলা তার উত্তর এখনও পাওয়া যায়নি।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর