দ্বিতীয় বগটুই! বীরভূমে দুই প্রতিবেশীর বিবাদে মুড়ি মুড়কির মতো পড়ল বোমা, আহত একাধিক

বাংলা হান্ট ডেস্কঃ দুই প্রতিবেশীর মধ্যে বিবাদের জের! আর তাতেই কিনা এলাকায় মুড়ি মুড়কির মতো পড়ল বোমা। জলের পাইপ বসানোকে কেন্দ্র করে বীরভূম (Birbhum) জেলার মল্লারপুরের (Mallarpur) কোট গ্রামে বিবাদ বাঁধে দুই প্রতিবেশীর মধ্যে। আর ছোট এই ঘটনা নিয়েও চলল বোমাবাজি (Bombing)। গোটা ঘটনায় উভয় পক্ষের পাঁচ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে।

কী জানা যাচ্ছে? সূত্রের খবর, বীরভূমের মল্লারপুরের কোট গ্রামে মিরাজ শেখ এবং তাঁর প্রতিবেশী ইব্রাহিম শেখের মধ্যে বিগত কিছুদিন যাবৎ দ্বন্দ্ব চলছিল। তাও আবার সামান্য জলের পাইপ বসানোকে কেন্দ্র করে। অল্প আঁচে জ্বলতে থাকা সেই দ্বন্দ্বই এদিন রূপ নেয় বোমাবাজির। পুলিশ সূত্রে খবর, এদিন হঠাৎই সংঘর্ষ বেধে যায় দু’পক্ষের মধ্যে।

   

জানা গিয়েছে, মিরাজের জায়গার ওপর দিয়ে জলের পাইপলাইন বসাচ্ছিল তাঁর প্রতিবেশী ইব্রাহিম। প্রথম অবস্থায়  ইব্রাহিমকে সেই পাইপ সরিয়ে নিতে বলেন মিরাজ। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। অন্যদিকে ইব্রাহিমের অভিযোগ, এদিন সকালে স্থানীয় বিজেপি নেতা সানোয়ার শেখ ও সঙ্গসাথীকে নিয়ে তাঁর বাড়িতে চড়াও হন মিরাজ। এরপরেই মিরাজ বোমাবাজি করে বলে অভিযোগ তোলে ইব্রাহিম।

অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করে পাল্টা তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ করেন মিরাজ। মঙ্গলবার বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় মল্লারপুর থানার পুলিশ। এরপর অভিযুক্ত মিরাজ ও ইব্রাহিম সহ আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রামজুড়ে চলছে পুলিশি তল্লাশি।

bombing

ঘটনা প্রসঙ্গে, অভিযুক্ত মিরাজের মেয়ে শাহিনা খাতুন জানান, ‘‘ইব্রাহিমের লোকজন প্রথম বোমা মেরেছে। আমাদের লোকজন যে বোমা মেরেছে বলা হচ্ছে, তা ঠিক নয়।’’ স্থানীয় বাসিন্দার মতে, ‘‘গত কাল মিরাজ এবং ইব্রাহিমের মধ্যে জায়গা নিয়ে অশান্তি হয়েছিল। আজ মিরাজ এবং তার দলবল মিলে ইব্রাহিমকে মারধর করেছে।’’ দিনেদুপুরে প্রকাশ্যে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে গোটা এলাকায়। থমথমে চারিদিক।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর