বাংলাহান্ট ডেস্কঃ ভোট পূর্বেই উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের নানুর (nanur)। তৃণমূল (tmc) বিজেপির (bjp) সংঘর্ষের আঁচে রাতভর বোমাবাজি চলল নানুরের সিঙ্গি গ্রাম জুড়ে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, ‘জয় শ্রী রাম’ না বলায় হামলা চালায় দুষ্কৃতীরা। তাঁর জেরেই সারারাত ব্যাপী বোমাবাজি চলে দুপক্ষের মধ্যে।
আগামী ২৯ শে এপ্রিল ভোট রয়েছে বীরভূমের নানুরে। তার বহু আগেই মঙ্গলবার তৃণমূল বিজেপির সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়াল গোটা এলাকায়। ভোট পরিস্থিতিতে বার বারই উত্তপ্ত হচ্ছে নানুর। আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। মঙ্গলবার রাতে একের পর এক বোমা পড়ায় ঘটনায় ফের উত্তেজনা ছড়ায়।
সিঙ্গি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে উদ্ধার করা হয়েছে তাজা বোমা। অভিযোগ উঠেছে, মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূলের বুথ কর্মী শেখ ফকিরের ছেলে শেখ বাপন যখন ডোম পাড়ায় ব্যাবসার কাজে যাচ্ছিলেন, তখন তাঁকে বেশ কয়েকজন ঘিরে ধরেন। তারপর জোর করে তাঁকে ‘জয় শ্রী রাম’ বলতে বলেন।
শেখ বাপন ‘জয় শ্রী রাম’ বলতে আপত্তি করায় তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। যার জেরেই সংঘর্ষ বেঁধে যায় দুপক্ষের মধ্যে। শুরু হয় ব্যাপক বোমাবাজি। সারারাত ধরে চলে বোমাবাজি। এমনকি বুধবার সকালে এলাকায় পড়ে থাকতে দেখা যায় তাজা বোমার খোল।
গ্রামবাসীরা বোমা পড়ে থাকতে দেখে তৎক্ষণাৎ খবর দেয় থানায়। ঘটনাস্থলেই উপস্থিত হয় বোলপুর থানার পুলিশ। সিঙ্গি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই রয়েছে আবার সিঙ্গি গ্রাম পঞ্চায়েত। ঘটনার পরবর্তী পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।