অনাবৃত পিঠে সিঁদুর দিয়ে লেখা স্বামীর নাম, দূর্গাপুজোয় শ্রীদেবীর অদেখা ছবি শেয়ার করলেন বনি

বাংলাহান্ট ডেস্ক: বলিউড শ্রীদেবীকে (sridevi) হারিয়েছে চার বছর হতে চলল। ২০১৮ সালের ফেব্রুয়ারি রহস‍্যজনক মৃত‍্যু হয় অভিনেত্রীর। শ্রীদেবীর আকস্মিক মৃত‍্যুতে শোকস্তব্ধ হয়ে গিয়েছিল সমগ্র বিনোদন জগৎ। সময়ের সঙ্গে সঙ্গে শোক ফিকে হয়েছে ঠিকই, কিন্তু এখনো প্রয়াত অভিনেত্রীর স্বামী প্রযোজক বনি কাপুর (boney kapoor) স্ত্রীর অদেখা ছবি শেয়ার করতে থাকেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে পা রেখেছেন বনি। মাঝে মধ‍্যেই স্মৃতি হাতড়ে পরিবারের অদেখা নানান ছবি সকলের সঙ্গে শেয়ার করতে পছন্দ করেন তিনি। যেমন সম্প্রতি শ্রীদেবীর একটি ছবি শেয়ার করেছেন প্রযোজক। সিঁদুর খেলার প‍র তোলা হয়েছে ছবিটি। সাদা স্লিভলেস ব্লাউজ ও লাল সাদা ঢাকাই জামদানি শাড়িতে সেজেছিলেন শ্রীদেবী।

boney sridevi 750 1523696543
তাঁর কপাল থেকে সিঁথি পর্যন্ত সিঁদুরে মাখামাখি। গালেও সিঁদুরের ছোঁয়া। তবে সবথেকে নজর কাড়ছে ফর্সা অনাবৃত পিঠে সিঁদুর দিয়ে লেখা স্বামী বনির নাম। ছবির ক‍্যাপশনে প্রযোজক জানিয়েছেন, ২০১২ সালে লখনউতে দূর্গাপুজোর সময়ে তোলা হয়েছিল ছবিটি।

https://www.instagram.com/p/CY3awpwItP-/?utm_medium=copy_link

এর আগেও শ্রীদেবীর সঙ্গে কয়েকটি অদেখা ছবি শেয়ার করেছিলেন বনি। একটি ছবিতে দুজনকেই চকোবার আইসক্রিম খেতে দেখা যাচ্ছে। আইসক্রিম খেতে খেতে সপ্রশ্ন দৃষ্টিতে বনির মুখের দিকে তাকিয়ে শ্রীদেবী। অন‍্যদিকে খাওয়া ভুলে মুগ্ধ দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকিয়ে প্রযোজক।

https://www.instagram.com/p/CYcL9kPv6-u/?utm_medium=copy_link

পাঁচ দশকে প্রায় ৩০০ ছবিতে অভিনয় করেছিলেন শ্রীদেবী। তাঁর শেষ অভিনীত ছবি ‘মম’। ২০১৭ মুক্তিপ্রাপ্ত ছবিটির প্রযোজনা করেছিলেন বনি কাপুর। এই ছবির জন‍্য মরণোত্তর জাতীয় পুরস্কার পেয়েছিলেন শ্রীদেবী। পরবর্তীকালে শাহরুখ খান, অনুষ্কা শর্মা ও ক‍্যাটরিনা কাইফ অভিনীত ‘জিরো’ ছবিতেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে এর শুটিং তাঁর মৃত‍্যুর অনেক আগেই হয়ে গিয়েছিল।

Niranjana Nag

সম্পর্কিত খবর