রাজের সাথে সম্পর্কের গুঞ্জন, সহ্যই করতে পারেননা শুভশ্রী! মুখ খুললেন কৌশানি, বনি কী বলছেন?

বাংলা হান্ট ডেস্ক : বনি-কৌশানির (Bonny Sengupta – Koushani Mukherjee) জুটি বরাবরই জনপ্রিয়। অফস্ক্রিন এবং অনস্ক্রিন দুই জায়গাতেই এই জুটির দারুণ চর্চা। আর এখন তো তারা প্রযোজকদের তালিকাতেও নাম লিখিয়েছেন। তারপর থেকেই প্রশ্ন উঠছে, অভিনয় ছেড়ে হঠাৎ প্রযোজনায় কেন? প্রযোজনার জন্য প্রয়োজনীয় টাকাই বা আসছে কোথা থেকে? আর সম্প্রতি এই বিষয়েই মুখ খুলেছেন বনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বনি জানান, ‘১০ বছর ধরে কাজ করছি টাইপকাস্ট হয়ে গিয়েছি। লোকেরা মনে করেন, নির্দিষ্ট ঘরনার বাইরে আমি অভিনয় করতে পারব না। সুযোগ না পেলে নিজেকে প্রমাণ করব কীভাবে!’ অভিনেতা আরও বলেন, ‘বাংলার প্রযোজকরা ঝুঁকি নিতে ভয় পান। শিল্পী হিসাবে নিজেকে প্রমাণ করতে হলে আগে প্রযোজক হতে হবে। সকলেই তাই নিজেদের প্রযোজনা সংস্থা খুলছে, আর সেকারণেই আমাদেরও প্রযোজনায় আসা।’

যদিও বনি-কৌশানি প্রযোজিত প্রথম ছবি ‘ডাল বাটি চুরমা’ বক্স অফিসে বিশেষ কিছুই খেল দেখাতে পারেনি। এরপর একবার শোনা গেছিল তারা নাকি এই প্রযোজনার চিন্তাভাবনা থেকে সরেও আসছেন। তবে এইদিন বনি আবার অন্য সুরেই কথা বললেন। অভিনেতা জানান, ‘ডাল বাটি চুরমা’ নাকি নন্দনে ৭ দিনই হাউসফুল ছিল। ছবি ব্যবসা করেনি এই কথাটাই যেন স্বীকার করতে চাইলেননা অভিনেতা।

আরও পড়ুন : মেয়ে হলে কেমন লাগত সূর্য-সয়ম্ভূদের? টেলি নায়কদের এই ছবি না দেখলে চরম মিস

পাশাপাশি রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের অবনতিল গুঞ্জন নিয়েও মুখ খুললেন বনি-কৌশানি। অভিনেতা নিজেই বলেন, ‘রাজনৈতিক দলবদল করায় আমার সঙ্গে রাজদার সম্পর্কের অবনতি হয়, তবে সেটা আবার ঠিক হয়ে গিয়েছে। এই তো সেদিনই রাজদার অফিসে ঘুরে এলাম।’ যদিও কৌশানির মতে এই জল্পনা নাকি ‘পারবোনা আমি ছাড়তে তোকে’র সময় থেকেই শুরু হয়েছিল।

আরও পড়ুন : মহালয়ায় নতুন চমক! বাদল বর্ষা বিজুলি-তে উদ্দাম নাচ সৌরভের, দেবের গুগলিতে কুপোকাত দাদা

1610003763 5ff6b5333251a bony and koushani

ওদিকে শুভশ্রীর সঙ্গে সম্পর্কের অবনতি সম্পর্কে কৌশানি বলেন, ’একেবারেই ভুল কথা, সাকসেস পার্টিতে শুভশ্রীকে নাচতে বলিনি, কারণ ও অন্তঃসত্ত্বা,আমি কিন্তু সিরিজের প্রচারেও বলেছি, শুভশ্রীর মতো আরও অনেক অভিনেত্রী এগিয়ে আসুক।’ যদিও বনি সেনগুপ্ত এসব কোনো গুজবকেই পাত্তা দিতে রাজি নন। তিনি বলেন, ‘এসব নাকি সূত্রের খবর, সেই সূত্রের সঙ্গে দেখা হলে জানতে চাইব।’


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর