বিজেপি ছেড়েই লাখপতি! ঝাঁ চকচকে বিএমডব্লিউ গাড়ি কিনলেন বনি সেনগুপ্ত

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই রাজনীতিকে বিদায় জানিয়েছেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। এবার গেরুয়া শিবির থেকে সরে দাঁড়ালেন নিজেই। এখন থেকে অভিনয়েই পুরোপুরি ভাবে মনোনিবেশ করতে চান, জানিয়েছিলেন বনি। আর এবারে আরো সাফল‍্যের পালক জুড়ল তাঁর মুকুটে।

নতুন সদস‍্যকে পরিবারে স্বাগত জানালেন বনি। সঙ্গী হলেন হবু স্ত্রী কৌশানি মুখোপাধ‍্যায় (Koushani Mukherjee)। এক ঝাঁ চকচকে নতুন বিএমডব্লিউ গাড়ি কিনেছেন বনি। জানা যাচ্ছে, বিএমডব্লিউ সিক্স সিরিজের গ্রান টুরিজমো গাড়িটি নিজের মালিকানায় নিয়েছেন তিনি। বাবা, মা, কৌশানিকে সঙ্গে নিয়ে গাড়ি কিনতে গিয়েছিলেন বনি।


রীতিমতো সোশ‍্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে গাড়ি কেনার সুখবর দিয়েছেন বনি। কেক কেটে, শ‍্যাম্পেনের ফোয়ারা উড়িয়ে সেলিব্রেট করেছেন। ক‍্যাপশনে বনি লিখেছেন, ‘নতুন সদস‍্য’। কৌশানি কমেন্ট করেছেন, ‘তোমার জন‍্য খুব খুশি আর গর্বিত। আরো অনেক মাইলফলক একসঙ্গে জয় করার আছে।’ উত্তরে বনি ভালবাসা জানিয়ে লিখেছেন, ‘আমরা দুজনেই এর অভিভাবক।’

জানা যাচ্ছে, বেশ মোটা অঙ্কের টাকা দিয়েই বিএমডব্লিউটি কিনেছেন বনি। কলকাতায় এই গাড়িটির দাম প্রায় ৮০ লক্ষের কাছাকাছি। এমন সাফল‍্যের পর জমকালো সেলিব্রেশন তো ‘বনতা হ‍্যায়’!

এর আগে বনি জানিয়েছিলেন, তিনি সকলের অমতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু এখন নিজের ভুল বুঝতে পেরেছেন তিনি। মা, প্রেমিকা দুজনেই খুব শান্তি পেয়েছেন তাঁর এই সিদ্ধান্তে।

https://www.instagram.com/reel/CaJrZpFhLll/?utm_medium=copy_link

 

টুইটে অসন্তোষ প্রকাশ করে বিজেপি ছাড়ার কথা ঘোষনা করেছিলেন বনি। তিনি লেখেন, ‘আজ থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমার সংযোগ ছিন্ন হল। পার্টি প্রতিশ্রুতি রাখতে ব‍্যর্থ হয়েছে এবং আমি কোনো উন্নয়নও দেখতে পাচ্ছি না যা তারা পশ্চিমবঙ্গ বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন‍্য করেছিলেন।’

নিজের বক্তব‍্যের সপক্ষে সুর চড়িয়ে বনি জানান, যোগ দেওয়ার সময়ে দল থেকে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেগুলো কিছুই পূরণ হয়নি। বলা হয়েছিল, যদি রাজ‍্যে ক্ষমতায় নাও আসে বিজেপি, তবুও টলিউডের উন্নয়ন করবে। কিন্তু কার্যক্ষেত্রে তেমন কিছুই দেখা যায়নি বলেই দাবি করেন বনি।

সম্পর্কিত খবর

X