‘হিরোইন ইজ ব‍্যাক’, গো হারান হারের পর প্রেমিকা কৌশানিকে আগলাচ্ছেন বনি

বাংলাহান্ট ডেস্ক: রিল লাইফ হোক কি রিয়েল লাইফ, বনি সেনগুপ্ত (bonny sengupta) ও কৌশানি মুখার্জি (koushani mukherjee) দু জায়গাতেই হিট জুটি। টলিউডে তাঁদের প্রেম কাহিনি জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। খুল্লমখুল্লা প্রেমেই ভরসা রাখেন দুজন।

মাঝে নির্বাচনের কিছুদিন একে অপরের থেকে একটু আলাদা থাকলেও ভোট মিটতেই আবার আগের রূপে বনি কৌশানি। নির্বাচনের আগে বনি সেনগুপ্ত বিজেপিতে যোগ দেওয়ায় হতভম্ব হয়ে যান সকলে। বনির প্রেমিকা কৌশানি তৃণমূল প্রার্থী, বনির মা পিয়া সেনগুপ্তও তৃণমূল। সেখানে বনি নিজে গেরুয়া শিবির বেছে নেওয়ায় অবাক হন সকলেই।

IMG 20210508 200448
তখন অভিনেতার সাফাই ছিল, তৃণমূলে যোগ‍্য সম্মান পাননি। তাই মানুষের হয়ে কাজ করতে বিজেপিতে এসেছেন। তবে ভোটে লড়ার টিকিট পাননি তিনি। অপরদিকে কৃষ্ণনগর উত্তর থেকে প্রার্থী হয়ে বিজেপির মুকুল রায়ের কাছে গো হারা হেরেছেন কৌশানি।

সেই হারের ধাক্কা সামলে ফের নিজের পুরনো রূপে ফিরে এসেছেন কৌশানি। বেশ কিছুদিন পর আবারো গ্ল‍্যামারাস লুকে হাজির হয়েছেন তিনি। একটি কালো শর্ট ড্রেসে ক‍্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। যে ছবি দেখে প্রেমিক বনির মন্তব‍্য, ‘আয়ে হায়ে হিরোইন ইজ ব‍্যাক’।

https://www.instagram.com/p/COiCyRIhl5C/?igshid=rym3q80ycwyy

কৌশানি উত্তর দিয়েছেন, ‘হ‍্যাঁ, ফিরে আসছি’। এই মন্তব‍্য দেখে অনেকেই ধন্দে পড়েছেন, তবে কি ভোটে হেরে রাজনীতিকে বিদায় জানালেন কৌশানি? উত্তর যদিও মেলেনি‌। তবে আরেকটি নতুন ছবি শেয়ার করেছেন তিনি। হলুদ শর্ট ড্রেসে বাথটাবে বসে পোজ দিয়েছেন কৌশানি।

https://www.instagram.com/p/COlUNN3BN9x/?igshid=1tb6w23geb007

এই ছবিতে বনির প্রশ্ন, ‘ছবিটা তুলে কে দিয়েছে?’ সঙ্গে সঙ্গে অভিনেত্রীর উত্তর, ‘এমনিতেই সেটা সবাই জানে’। দুজনের এই কমেন্ট কমেন্ট খেলা দেখে এটা বেশ স্পষ্ট যে দুজন আলাদা রাজনৈতিক দলে থাকলেও সম্পর্কে কিন্তু এতটুকু আঁচ পড়েনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর