আরো চাপে বনি, অভিনেতার বিদেশযাত্রার সঙ্গে কুন্তলের যোগ খুঁজছে ED

বাংলাহান্ট ডেস্ক: সন্দেহের জালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়ছেন অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। নিয়োগ দুর্নীতি মামলায় নাম উঠে এসেছে তাঁর। কুন্তল ঘোষের কাছ থেকে বহুমূল্য গাড়ি নেওয়ার অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) নজরে এসেছেন তিনি। একবার ইডির জেরার মুখে পড়েছেন বনি। এবার দ্বিতীয় বার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

নিয়োগ দুর্নীতি মামলায় আগে থেকেই বিনোদন জগতে নজর ছিল ইডি সিবিআইয়ের। কুন্তল ঘোষকে জেরায় উঠে আসে বনির নাম। জানা যায়, কুন্তলের কাছ থেকে গাড়ি কেনার জন্য ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন অভিনেতা। এরপরেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ইডি। যদিও বনি দাবি করেন, তাঁকে একটি ছবির জন্য প্রস্তাব দিয়েছিলেন কুন্তল। তারই অগ্রিম বাবদ ওই গাড়ি উপহার পান তিনি।

bonny piya sengupta

সাম্প্রতিক পাওয়া খবর অনুযায়ী, বনির বিদেশযাত্রার উপরে এবার নজর দিয়েছে ইডি। কুন্তলের সঙ্গে যোগাযোগের কথা অস্বীকার করতে পারেননি অভিনেতা। ফলতঃ তদন্তকারীদের সন্দেহ, বনির বিদেশযাত্রার জন্যও টাকা দিতেন কুন্তল। জানা গিয়েছে, একাধিক বার বিদেশে গিয়েছিলেন অভিনেতা। বিশেষ করে ইন্দোনেশিয়া গিয়েছেন তিনি একাধিক বার।

তদন্তকারীরা সন্দেহ করছেন, বনির এই ঘন ঘন বিদেশযাত্রার জন্য টাকা যোগাতেন কুন্তল। অভিনেতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাধিকবার তিনি টাকাও পাঠিয়েছিলেন বলে দাবি ইডি আধিকারিকদের। এই সন্দেহ কতদূর সত্যি তা জানার জন্য বনিকে আবারো সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

জানা যাচ্ছে, বনির বিদেশযাত্রার নথিপত্র খতিয়ে দেখতে তাঁর ব্যাঙ্কিং ডিটেলস এবং অন্যান্য সব তথ্য সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে। মঙ্গলবার ইডি দফতরে হাজিরার ডাক পড়েছে অভিনেতার। পাশাপাশি বনির মা পিয়া সেনগুপ্তও রয়েছেন ইডির রাডারে।

ইম্পার সভাপতি পিয়া। তাঁর সঙ্গে কুন্তলের যোগাযোগ ছিল কিনা তা জানার চেষ্টায় রয়েছে ইডি। ইতিমধ্যেই অভিযোগ উঠেছে, পিয়াকে সভাপতি বানানোর জন্য নাকি নির্বাচনে প্রচুর টাকা ঢেলেছিলেন কুন্তল। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন বনির মা। তবে ইডির কাছে খবর রয়েছে, ছেলের টাকার লেনদেন এবং ব্যাঙ্কিংয়ের দিকটা মা পিয়াই দেখতেন। তাই তাঁকেও সন্দেহের তালিকার বাইরে রাখছে না তদন্তকারীরা।


Niranjana Nag

সম্পর্কিত খবর