জল্পনা সত‍্যি হল, বিজেপিতে যোগ দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত

বাংলাহান্ট ডেস্ক: বিজেপিতে (bjp) যোগ দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত (bonny sengupta)। জল্পনা আগেই শুরু হয়েছিল। শোনা যাচ্ছিল বিজেপিতে যোগ দিলে প্রার্থীও হতে পারেন তিনি। অবশেষে সব জল্পনা কল্পনা সত‍্যি করে।গেরুয়া শিবিরে যোগ দিলেন বনি।

বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ ও রাজীব বন্দ‍্যোপাধ‍্যায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন।বনি সেনগুপ্ত। অভিনেতার পাশাপাশি তৃণমূল থেকে বেরিয়ে এক মন্ত্রী ও বিধায়কও যোগ দিলেন বিজেপিতে। গেরুয়া শিবিরে এলেন বাচ্চু হাঁসদা।

IMG 20210310 164847
জল্পনার আগুনে ঘি আগেই পড়েছিল। অভিনেতা সোহেল দত্তর সঙ্গে ক‍্যামেরাবন্দি হন বনি। আর তারপর থেকেই শুরু যাবতীয় জল্পনা কল্পনা। তার যথেষ্ট কারণও ছিল বটে। রাজীব বন্দ‍্যোপাধ‍্যায় তৃণমূলে থাকাকালীনই এক অভিনেতার জন্মদিনের পার্টিতে দেখা করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। পার্টিতে উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষও।শোনা যায় সেই সাক্ষাতেই বিজেপিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন রাজীব ও রুদ্রনীল।

উল্লেখ‍্য সেই জন্মদিনের পার্টি ছিল সোহেল দত্তেরই। তখনি স্পষ্ট হয়েছিল তাঁর রাজনৈতিক প্রভাব। উপরন্তু সম্প্রতি তিনি নিজেই যোগ দিয়েছেন বিজেপিতে। এমতাবস্থায় বনির সঙ্গে তাঁর সাক্ষাৎ গুঞ্জনে আরো ঘৃতাহুতি দেয়। বনির সঙ্গে সঙ্গে তাঁর বিশেষ বান্ধবী কৌশানিও দল বদলে যেতে পারেন বিজেপিতে। এমন গুঞ্জনও শোনা গিয়েছিল।

শোনা গিয়েছিল, উত্তর কলকাতায় কোনো একটি আসনে বিজেপির তরফে প্রার্থী করা হতে পারে বনিকে। গেরুয়া দলে গেলে বালিগঞ্জ থেকে কৌশানিকে প্রার্থী করা হতে পারে। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলের তরফেই কৃষ্ণনগর উত্তরে প্রার্থী করা হয় কৌশানিকে। এখন দেখার অপেক্ষা বিজেপির হয়ে টিকিট বনি পান কিনা।


Niranjana Nag

সম্পর্কিত খবর