বিজেপি ছেড়েই তৃণমূলের প্রচারে বনি! দলে থেকে কাজ করারও সুযোগ পাবেন, দাবি অভিনেতার

বাংলাহান্ট ডেস্ক: শ্রাবন্তী চট্টোপাধ‍্যায় থেকে বনি সেনগুপ্ত (Bonny Sengupta), যারা এক সময় বিজেপিতে (Bjp) ছিলেন, ক্ষমতা দখলের স্বপ্ন চূর্ণ হতেই সুড়সুড় করে ফিরছেন তৃণমূলে (Tmc)। শুরুটা করেছিলেন শ্রাবন্তী। টুইট করে বিজেপি ছাড়ার পরেই শাসক দলের দিকে হেলতে দেখা গিয়েছিল তাঁকে। সম্প্রতি পুরভোটের আগে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারেও নামেন তিনি। বাকি থাকলেন না বনিও।

বুধবার হাবড়ার ১৫ নম্বর ওয়ার্ডের পুরপিতা অর্ঘ‍্য ঘোষের সমর্থনে প্রচারে অংশ নেন বিজেপি ত‍্যাগী বনি। রোড শো তে তৃণমূলের নেতা নেত্রীদের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। সদ‍্য বিরোধী শিবির ছেড়েছেন। তারপরেই শাসক দলের হয়ে প্রচারে নেমে কিন্তু উচ্ছ্বসিত বনি। জানালেন, ব‍্যাপক অভ‍্যর্থনা পেয়েছেন।

Bonny Sengupta 2
বনি অবশ‍্য স্বীকার করেছেন যে, বিজেপি ছেড়েই তৃণমূলের প্রচারে আসায় মনের মধ‍্যে একটা কাঁটা বিঁধে ছিলই। সকলে কেমন ভাবে গ্রহণ করবেন তাঁকে তা নিয়ে চিন্তায় ছিলেন অভিনেতা। কিন্তু রোড শো তে পুষ্পবৃষ্টি হতেই আশঙ্কা দূর হতে সময় লাগেনি।

টুইটে অসন্তোষ প্রকাশ করে বিজেপি ছাড়ার কথা ঘোষনা করেছিলেন বনি। তিনি লেখেন, ‘আজ থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমার সংযোগ ছিন্ন হল। পার্টি প্রতিশ্রুতি রাখতে ব‍্যর্থ হয়েছে এবং আমি কোনো উন্নয়নও দেখতে পাচ্ছি না যা তারা পশ্চিমবঙ্গ বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন‍্য করেছিলেন।’

বিজেপির বিরুদ্ধে তাঁর অভিমান, নির্বাচনের পর কেউ খোঁজটুকুও রাখেননি গেরুয়া শিবিরের। অথচ তৃণমূল থেকে ঠিকই যোগাযোগ করা হত। বনির বক্তব‍্য, শাসক দলের নেতামন্ত্রীরা ভালবাসেন তাঁকে। তাঁর মা দলের সঙ্গে যুক্ত। হবু স্ত্রী কৌশানিও যোগ দিয়েছেন তৃণমূলে। আজ প্রচারে অংশ নেওয়ার অনুমতি পেলেন। দলের মধ‍্যে থেকে কাজ করার সুযোগও হয়তো শিগগিরিই পাবেন, রাখঢাক না করেই জানান বনি।


Niranjana Nag

সম্পর্কিত খবর