টলিউডের বড় তারকারাও জড়িয়ে, সব ফাঁস হবে! বোমা ফাটালেন বনির মা

বাংলাহান্ট ডেস্ক: বনি-কুন্তল (Kuntal Ghosh) কাণ্ডে তোলপাড় টলিপাড়া। নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল নেতা একের পর এক নাম প্রকাশ্যে আনছেন আর তা নিয়ে গোটা রাজ্য ওলটপালট করছেন সিবিআই এবং ইডি তদন্তকারীরা। সম্প্রতি যে নামটা কুন্তল ফাঁস করেছেন সেটা হল বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। টলিউডের স্টারকিড বনি তেমন সফল অভিনেতা না হলেও জনপ্রিয় কম নন। কুন্তলের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে তিনিও মুখোমুখি হয়েছেন ইডি তদন্তকারীদের।

একুশের বিধানসভা নির্বাচনের সময় সবাইকে চমকে দিয়ে বিজেপিতে নাম শিখিয়েছিলেন বনি। তবে ভোট হয়ে যাওয়ার পর অবশ্য অভিনয় কেরিয়ারে ব্যস্ততার কারণ দেখিয়ে দল ছেড়ে বেরিয়েও আসেন তিনি। এবার তাঁর নাম জড়াল দুর্নীতি কাণ্ডে তৃণমূল নেতার সঙ্গে। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে কুন্তলের থেকে টাকা নেওয়ার। ইডির জিজ্ঞাসাবাদের পর বনি সংবাদ মাধ্যমের কাছে বলেন, ছবিতে অভিনয়ের জন্য টাকা নিয়েছিলেন তিনি। কিন্তু তার কোনো চুক্তিপত্র তাঁর কাছে নেই।

bonny piya

এবার ছেলের সুরে সুর মেলালেন মা পিয়া সেনগুপ্তও। কুন্তলের কাছ থেকে টাকা নেওয়ার ব্যাপারটা এক রকম স্বীকার করেই তিনি বলেন, শুধু বনি নয়। টলিউডের অনেক বড় তারকাদের সঙ্গেও যোগাযোগ ছিল কুন্তল ঘোষের। ধীরে ধীরে সবটাই প্রকাশ্যে আসবে।

সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে পিয়া সেনগুপ্ত বলেন, প্রযোজনার শখ ছিল কুন্তল ঘোষের। মিউজিক ভিডিও বানিয়েছিলেন তিনি। সেই মিউজিক ভিডিওতে টলিউডের অন্য অভিনেতা অভিনেত্রীরাও কাজ করেছেন। ক্যাসেট রিলিজে ইন্ডাস্ট্রির অনেক বড় তারকারাও উপস্থিত ছিল বলে দাবি করেছেন বনির মা। তাঁর কথায়, ধীরে ধীরে সবটাই জানা যাবে।

সেই সঙ্গে পিয়া আরো বলেন, একটি ছবিতে অভিনয় করানোর জন্য বনিকে অগ্রিম বাবদ একটি টাকা দিচ্ছিলেন কুন্তল ঘোষ। সেটা ২০১৭ সাল। তখন একটি রেঞ্জ রোভার গাড়ি কেনার তোড়জোড় করছিলেন বনি। তাই কুন্তল টাকাটা অভিনেতার অ্যাকাউন্টে না দিয়ে গাড়ি সংস্থাটির অ্যাকাউন্টে সরাসরি দিয়ে দেন। পিয়া বলেন, তদন্তকারীদের স্পষ্ট জবাবই দেবেন বনি। ছেলে দুর্নীতিতে জড়িয়ে নেই, বিশ্বাস মায়ের।

Niranjana Nag

সম্পর্কিত খবর