বিজেপিতে ফের তারকা বিয়োগ, অভিমানী পোস্ট লিখে পদ্ম ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত

বাংলাহান্ট ডেস্ক : শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী থেকে শুরু করে বাবুল সুপ্রিয়, হালে গেরুয়া ত্যাগ করেছেন একাধিক তারকা। এবার এই তালিকাতেই যুক্ত হল আরেক তারকার নাম। বিজেপি ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত। সোমবার ট্যুইট করে নিজেই জানালেই এই খবর।

বিজেপি ছাড়বেন বনি, এমন জল্পনা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। এবার অভিনেতা নিজেই জল ঢাললেন এই জল্পনায়। দলত্যাগের কারণ হিসেবে গেরুয়া শিবিরকে একগুচ্ছ অভিযোগের সামনেই দাঁড় করিয়েছেন বনি। এদিন একটি ট্যুইটে তিনি লেখেন, ‘ আজকের পর থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমার আর কোনো যোগাযোগ নেই। কথা রাখতে এবং প্রত্যাশা পূরণে ব্যর্থ বিজেপি। পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রির যে উন্নতির কথা তারা বলেছিল তার কিছুই করা হয়নি।’ বিজেপি বরবাদ করেছে ‘বরবাদ’ খ্যাত নায়ককে?

বনি জানিয়েছেন, ট্যুইটটি করার পর থেকেই তাঁকে নিয়ে ট্রোল শুরু করেছেন বিজেপি নেতারা। তাঁকে বলতে শোনা যায়, ‘ ২ মের পর থেকে বিজেপির একমাত্র লক্ষ্য কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যায়। উন্নতি করার কোনো ইচ্ছেই এদের নেই। নির্বাচনের পর থেকে কেউ খবর অবধি রাখে না। শুভেন্দুদা এবং রাজীবদার হাত ধরেই এসেছিলাম দলে। কিন্তু তাঁদের মনেও নেই আর আমার কথা। বরং তৃণমূলের তরফে তাও খোঁজ খবর নেয়। ইচ্ছে থাকলেও কাজ করার উপায় নেই এই দলে। মানুষের জন্য কিছু করতেই চায় না এরা।’

একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন বনি। নিজে প্রার্থী না হলেও প্রচার করেছিলেন যশ দাসগুপ্তের হয়ে। অন্যদিকে বনি সেনগুপ্তের মা পিয়া সেনগুপ্ত এবং দীর্ঘদিনের বান্ধবী কৌশানী মুখোপাধ্যায় যোগ দেন তৃণমূলে। কৃষ্ণনগর কেন্দ্র থেকে মুকুল রায়ের বিরুদ্ধে লড়েন কৌশানি। নির্বাচনে পরাজিত হলেও এখনও নিয়মিত রাজনীতির মঞ্চে দেখা মেলে অভিনেত্রীর।

https://twitter.com/bonysengupta/status/1485557096556863489?s=20

অভিনেতা বনির আজকের বিবৃতিকে ঘিরে আবারও শুরু হয় জল্পনা! তবে কি তৃণমূলে যোগ দেবেন অভিনেতা উঠতে থাকে এই প্রশ্ন। তবে আপাতত কোনো দলেই যাবেন না তিনি, এমনটাই সাফ জানালেন বনি সেনগুপ্ত। আপাতত বেশ কয়েকটি ছবি রয়েছে বনির। রাজনৈতিক জীবনে ইতি টেনে এবার শুধুই অভিনয়টাই করবেন তিনি, এমনটাই জানালেন ‘পারব না আমি ছাড়তে তোকে’, খ্যাত নায়ক।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর